নৌসেনা পদক ভারতীয় নৌবাহিনীতে সেবার জন্য প্রদত্ত একটি বীরত্ব পুরস্কার।

নৌসেনা পদক
নৌসেনা পদক
নৌসেনা পদক
দেশ ভারত ভারত
পুরস্কারদাতা দেশ ভারত ভারত
ধরন পদক
যোগ্যতা নৌবাহিনীর সকল স্তর []
পুরস্কৃত হওয়ার কারণ "নোবাহিনীর জন্য বিশেষ তাৎপর্য আনে এমন দায়িত্ব বা সাহসী অসামান্য কাজের জন্য এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয়"
পরিসংখ্যান
প্রতিষ্ঠিত ১৭ জুন ১৯৬০
পূর্ববর্তী
পরবর্তী (উর্ধতন) যুদ্ধ সেবা পদক
সমমান সেনা পদক
বায়ুসেনা পদক
পরবর্তী (অধীনস্থ) বিশিষ্ট সেবা পদক

সেবা রিবন

ইতিহাস

সম্পাদনা

এটি ১৯৬০ সালের ১৭ জুন ভারতের রাষ্ট্রপতি প্রতিষ্ঠা করেন।[]

পদকটি আকারে পঞ্চভুজযুক্ত, মানক রৌপ্য দিয়ে তৈরি। এতে অশোক পাতায় অলঙ্কৃত একটি ধাতব স্ট্রাইপ ৩ মিমি প্রশস্ত হুকের সাথে সংযুক্ত থাকে। পদকের সম্মুখভাগে নৌ ক্রেস্ট খোদাই করা থাকে। পদকের বিপরীত দিকে, এটি একটি বৃত্ত এবং দড়ির মধ্যে একটি ত্রিশূল আঁকা থাকে ও চক্রবেড়ে হিন্দিতে "নৌ সেনা পদক" লেখাটি খোদাই করা থাকে।

ফিতাটি গাঢ় নীল রঙের এবং মাঝখানে সাদা পাতলা রৌপ্যরঙের স্ট্রাইপ রয়েছে। ৩২ মিমি গাঢ় নীল এবং কেন্দ্রে সাদা ২ মিমি স্ট্রাইপ। গাঢ় নীল ১৫ মিমি, সাদা ২ মিমি, গাঢ় নীল ১৫ মিমি।[]

তথ্যসূত্র

সম্পাদনা