নৌসেনা পদক
নৌসেনা পদক ভারতীয় নৌবাহিনীতে সেবার জন্য প্রদত্ত একটি বীরত্ব পুরস্কার।
নৌসেনা পদক | |
---|---|
নৌসেনা পদক | |
দেশ | ভারত |
পুরস্কারদাতা দেশ ভারত | |
ধরন | পদক |
যোগ্যতা | নৌবাহিনীর সকল স্তর [১] |
পুরস্কৃত হওয়ার কারণ | "নোবাহিনীর জন্য বিশেষ তাৎপর্য আনে এমন দায়িত্ব বা সাহসী অসামান্য কাজের জন্য এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয়" |
পরিসংখ্যান | |
প্রতিষ্ঠিত | ১৭ জুন ১৯৬০ |
পূর্ববর্তী | |
পরবর্তী (উর্ধতন) | যুদ্ধ সেবা পদক |
সমমান | সেনা পদক বায়ুসেনা পদক |
পরবর্তী (অধীনস্থ) | বিশিষ্ট সেবা পদক |
সেবা রিবন |
ইতিহাস
সম্পাদনাএটি ১৯৬০ সালের ১৭ জুন ভারতের রাষ্ট্রপতি প্রতিষ্ঠা করেন।[২]
নকশা
সম্পাদনাপদকটি আকারে পঞ্চভুজযুক্ত, মানক রৌপ্য দিয়ে তৈরি। এতে অশোক পাতায় অলঙ্কৃত একটি ধাতব স্ট্রাইপ ৩ মিমি প্রশস্ত হুকের সাথে সংযুক্ত থাকে। পদকের সম্মুখভাগে নৌ ক্রেস্ট খোদাই করা থাকে। পদকের বিপরীত দিকে, এটি একটি বৃত্ত এবং দড়ির মধ্যে একটি ত্রিশূল আঁকা থাকে ও চক্রবেড়ে হিন্দিতে "নৌ সেনা পদক" লেখাটি খোদাই করা থাকে।
ফিতাটি গাঢ় নীল রঙের এবং মাঝখানে সাদা পাতলা রৌপ্যরঙের স্ট্রাইপ রয়েছে। ৩২ মিমি গাঢ় নীল এবং কেন্দ্রে সাদা ২ মিমি স্ট্রাইপ। গাঢ় নীল ১৫ মিমি, সাদা ২ মিমি, গাঢ় নীল ১৫ মিমি।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://www.indianarmy.gov.in/Site/FormTemplete/frmTempSimple.aspx?MnId=h75nTvMsC12t1xtnOLDHEg==&ParentID=RGQ8fZzcf7Xm/XFhba78xg==
- ↑ ক খ "Nao Sena Medal | Indian Navy"। indiannavy.nic.in। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-০৭।