সেউতায় কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী

কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী ২০২০ সালের মার্চ মাসে স্পেনীয় অঞ্চল সেউতাতে পৌঁছে বলে নিশ্চিত করা হয়।

সেউতায় কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী
রোগকোভিড-১৯
ভাইরাসের প্রজাতিসার্স-কোভি-২
স্থানসেউতা
আগমনের তারিখ১৩ মার্চ ২০২০
(৪ বছর, ১ মাস, ২ সপ্তাহ ও ৫ দিন)
উৎপত্তিউহান, হুপেই, চীন হতে স্পেন
নিশ্চিত আক্রান্ত২২২
সুস্থ২১৮
মৃত্যু

সময়রেখা সম্পাদনা

মার্চ ২০২০ সম্পাদনা

১০ মার্চ ইবেরীয় উপদ্বীপের একজন ব্যক্তি করোনভাইরাস উপসর্গ নিয়ে সেউতাতে পৌঁছালে পাঁচ দিনের জন্য পর্যবেক্ষণে থাকার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। ১৩ মার্চ তাকে পরীক্ষা করার পর কোভিড-১৯ ইতিবাচক হিসেবে সনাক্ত করা হয়।

এপ্রিল ২০২০ সম্পাদনা

৪ এপ্রিলের মধ্যে, অঞ্চলটি কোভিড-১৯ এর ৮৩ টি মামলা নিশ্চিত করে, এর মধ্যে ৭৪ জন বাড়িতে ছিল (যার মধ্যে ২ জন সুস্থ হয়ে উঠে), ৭ জন হাসপাতালে ভর্তি হয় এবং ২ জনের মৃত্যু হয়।[১]

১৬ এপ্রিল পর্যন্ত, শহরটি মোট ১০০ টি কোভিড-১৯ এর মামলা নিশ্চিত করে। যার মধ্যে ৪২ জন ভাইরাসটি কাটিয়ে উঠতে পারে এবং ৪ জন মারা যায়।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Otros 10 positivos más elevan a 83 los casos de coronavirus en Ceuta"El Faro de Ceuta (স্পেনীয় ভাষায়)। ২০২০-০৪-০৪। ২০২০-০৪-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৪ 
  2. "Ceuta alcanza los 100 casos confirmados por coronavirus"El Faro de Ceuta (স্পেনীয় ভাষায়)। ২০২০-০৪-১৬। ২০২১-০৮-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৬