সূর্য তুমি সাথী

আহমদ ছফার প্রথম উপন্যাস

সূর্য তুমি সাথী বাংলাদেশের প্রখ্যাত চিন্তাবিদ ও লেখক আহমদ ছফা রচিত প্রথম উপন্যাস।[][] উপন্যাসটি ১৯৬৪-৬৫ সালের দিকে রচিত এবং ১৯৬৭ সালে প্রকাশিত হয়। সূর্য তুমি সাথী উপন্যাসটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির হৃদয়গ্রাহী উপাখ্যান বলা হয়েছে।[]

সূর্য তুমি সাথী
লেখকআহমদ ছফা
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
বিষয়সাম্প্রদায়িক সম্প্রীতির হৃদয়গ্রাহী উপাখ্যান
ধরনউপন্যাস
প্রকাশকস্টুডেন্ট ওয়েজ, ঢাকা
প্রকাশনার তারিখ
১৯৬৭
পরবর্তী বইওঙ্কার 

কাহিনীসংক্ষেপ

সম্পাদনা

চট্টগ্রামের একটি গ্রামের প্রেক্ষাপটে গড়ে ওঠা এ উপন্যাসে সাম্প্রদায়িকতা ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহী চেতনা প্রকাশিত হয়েছে। উপন্যাসটিতে ধর্মীয় সংস্কারচ্ছন্ন একটি সমাজকে তুলে ধরা হয়েছে, তবে সেই সমাজের বিরুদ্ধে প্রতিবাদও উচ্চারিত হয়েছে। গল্পের কেন্দ্রে ছিল হাসিম, যার পিতা হরিমোহন ধর্মান্তরিত মুসলমান। সব দিক দিয়েই তাই বঞ্চনার শিকার ছিল সে। কিন্তু মানবিক সম্পর্কর জোরে হাসিমের স্ত্রী সুফিয়ার মৃত্যুর পর এগিয়ে আসে পোদ্দার গিন্নী অর্থাৎ হাসিমের দাদী। হাসিমের শিশুকে গ্রহণ করতে পোদ্দার গিন্নীর জন্য ধর্ম কোন বাঁধা হয়ে দাঁড়ায় না, কারণ এই সন্তানের মধ্যে তিনি নিজের ত্যাগ করা সন্তানকে দেখতে পান।[]

উল্লেখযোগ্য চরিত্র

সম্পাদনা
  • হাসিম – কেন্দ্রীয় চরিত্র
  • সুফিয়া – হাসিমের স্ত্রী
  • খলু মাতব্বর – গ্রামের শোষণকারী মাতব্বর

পর্যালোচনা ও প্রভাব

সম্পাদনা

একুশ বছর বয়সে রচিত এ উপন্যাসকে ছফা নিজেই নিজের লেখা সেরা উপন্যাস বলে মনে করতেন।[][] উপন্যাসটি সম্পর্কে অধ্যাপক আবুল ফজল বলেন, “এতো অল্প বয়সে এতোটা শৈল্পিক পরিপক্কতা আমার কল্পনারও অতীত।” আকাশবাণীর নারায়ণ গঙ্গোপাধ্যায় বলেন, “সূর্য তুমি সাথী এই উপন্যাসটিতে সমাজের বাস্তব ছবি আশ্চর্য গতিশীলতায় বাঁধা পড়েছে।”

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "আজ আহমদ ছফার ১৬তম মৃত্যুবার্ষিকী"দৈনিক সমকাল। ২৮ জুলাই ২০১৭। ৫ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯ 
  2. আহমদ ছফা রচনাবলি, অষ্টম খণ্ড। নূরুল আনোয়ার সম্পাদিত। খান ব্রাদার্স এন্ড কোম্পানি, বাংলাবাজার , ঢাকা। ফেব্রুয়ারি, ২০০৮। [পৃষ্ঠা ৪৯৪]
  3. রায়, রাজিব কান্তি (২৩ জুলাই ২০১৫)। "Ahmed Sofa: An Outstanding Intellectual" [আহমদ ছফা: একজন অসামান্য বুদ্ধিজীবী]। ডেইলি সান (ইংরেজি ভাষায়)। ১ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০১৮He [Sofa] may be considered as the most influential intellectual of independent Bangladesh. [ছফা স্বাধীন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী বুদ্ধিজীবী হিসেবে বিবেচিত হতে পারে।] 
  4. "আহমদ ছফা :যেন এক জলপ্রপাত"দৈনিক ইত্তেফাক। ২৮ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯ 
  5. "আহমদ ছফা : বাংলা সাহিত্যের এক অকতুভয় সৈনিক"