সুশোভন ব্যানার্জী

সুশোভন ব্যানার্জী ওরফে এক টাকার ডাক্তার একজন ভারতীয় ডাক্তার এবং রাজনীতিবিদ। তিনি মাত্র এক টাকার বিনিময়ে অসহায় মানুষের চিকিৎসার জন্য পরিচিত। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ভারত রত্ন প্রণব মুখোপাধ্যায়ের ঘনিষ্ট তিনি ১৯৮৪ সালে বোলপুরের বিধায়ক নির্বাচিত হন। ২০২০ সালে, তিনি চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন।[৩]

সুশোভন ব্যানার্জী
জন্ম
সুশোভন ব্যানার্জী

(১৯৩৯-০৯-৩০)৩০ সেপ্টেম্বর ১৯৩৯
মৃত্যু২৬ জুলাই ২০২২(2022-07-26) (বয়স ৮২)[১][২]
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনআর. জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতাল
কলকাতা বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণরাজনীতিবিদ
সমাজসেবী
চিকিৎসক
সন্তানডা.মন্দিরা বন্দ্যোপাধ্যায় (কন্যা)
আত্মীয়বিনয়কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় (পিতা)
পুরস্কারপদ্মশ্রী (২০২০)

পূর্ব জীবন সম্পাদনা

সুশোভনবাবু পশ্চিমবঙ্গের বোলপুরএর বাসিন্দা।তিনি আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্যাথোলজিতে পিজি ডিগ্রি অর্জন করেন।তারপর তিনি হেমাটোলজিতে ডিপ্লোমা করার জন্য লন্ডনে যান। [৩]

পুরস্কার সম্পাদনা

কর্মজীবন সম্পাদনা

তিনি ১৯৮৪ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বোলপুর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।১৯৬৩ সাল থেকে তিনি মাত্র এক টাকায় দরিদ্র রোগীদের চিকিৎসা করছেন।২০২০ সালে তিনি তার জীবদ্দশায় সর্বাধিক সংখ্যক রোগীর চিকিৎসা করার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম ধরে রেখেছেন। একই বছর চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।তিনি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে স্বর্ণপদকও পেয়েছেন।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চিরঘুমে 'এক টাকার ডাক্তার' পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়"। ২৬ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২২ 
  2. "'১ টাকার চিকিৎসক' পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায় প্রয়াত, শোকজ্ঞাপন"। ২৬ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২২ 
  3. "Bengal's 'one rupee doctor' dedicates Padma Shri award to his patients"The Financial Express (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-২৮। সংগ্রহের তারিখ ২০২১-১১-১১ 
  4. "Dr Sushovan Banerjee, Who's Treated Patients For 57 Yrs, Credits Them After Getting Padma Shri"IndiaTimes (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-২৮। সংগ্রহের তারিখ ২০২১-১১-১১ 
  5. Correspondent, HT Bangla (২০২০-০১-২৬)। "পদ্মশ্রী পেলেন 'এক টাকার ডাক্তার'"Hindustantimes Bangla। সংগ্রহের তারিখ ২০২১-১১-১১ 
  6. Bangla, TV9 (২০২২-০৭-২৬)। "Dr. Sushovan Banerjee Death: পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ১ টাকার চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় প্রয়াত"TV9 Bangla। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৬ 

বহিঃসংযোগ সম্পাদনা