সুলতান আহমেদ

রাজনীতিবিদ

সুলতান আহমেদ ভারতের হলেন দ্বিতীয় মনমোহন সিংহ মন্ত্রিসভার পর্যটন প্রতিমন্ত্রী। তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য এবং উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে পঞ্চদশ লোকসভায় নির্বাচিত।[]

সুলতান আহমেদ
২০১০ সালে আহমেদ
পর্যটন প্রতিমন্ত্রী, ভারত সরকার
নির্বাচনী এলাকাউলুবেড়িয়া
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1953-06-06) ৬ জুন ১৯৫৩ (বয়স ৭১)
রাজনৈতিক দলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
দাম্পত্য সঙ্গীসাজদা আহমেদ
সন্তান২ পুত্র ও ২ কন্যা
বাসস্থানমাদার টেরিজা সরণি, কলকাতা
প্রাক্তন শিক্ষার্থীকলকাতা বিশ্ববিদ্যালয়
জীবিকারাজনীতিবিদ
ব্যবসায়ী
ক্রীড়া প্রশাসক
ধর্মইসলাম

৫৬-বছর-বয়সী সুলতান আহমেদ তৃণমূল কংগ্রেসে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি। তিনি কংগ্রেসের টিকিটে দু'বার (১৯৮৭-৯১ ও ১৯৯৬-২০০১) এন্টালি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।[]

১৯৬৯ সালে মৌলানা আজাদ কলেজে সুলতান আহমেদ কংগ্রেসের ছাত্রশাখা ছাত্রপরিষদে যোগ দেন। ১৯৭৩ সালে তিনি যুব কংগ্রেসের সদস্য হন। ১৯৭৮-৮০ সময়কালে তিনি যুব কংগ্রেসের জেলা সম্পাদক ছিলেন। ১৯৯৭ সালে তৃণমূল কংগ্রেস গঠিত হয়। সুলতান আহমেদ ছিলেন এই নবগঠিত দলের অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য। তিনি আগে মহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব ছিলেন। মন্ত্রিত্বলাভের পর তিনি উক্ত দলের সভাপতি হন।[]

পাদটীকা

সম্পাদনা
  1. "Sultan Ahmed -Profile"। ৩০ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১১ 
  2. "Thumbnail sketches of ministers of state"। new Kerala.com। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২০ 
  3. "Md. Sp. posts"The Telegraph, 7 June 2009। ২০০৯-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২০