সুমিত্রা দেবী (রাজনীতিবিদ)

ভারতীয় রাজনীতিবিদ

সুমিত্রা দেবী (২৫ সেপ্টেম্বর ১৯২২ - ৩ ফেব্রুয়ারি ২০০১) বিহারের একজন ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৫২ সালে প্রথম বিহার বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। ১৯৬৩ সালে তিনি বিহারের মন্ত্রিপরিষদের প্রথম মহিলা মন্ত্রী হন। দেবী মুঙ্গার জেলায় জন্মগ্রহণ করেছিলেন ২৫ সেপ্টেম্বর ১৯২২ এবং ৩ ফেব্রুয়ারি ২০০১ সালে তাঁর মৃত্যু হয়। সুমিত্রা দেবী প্রয়াত শ্রী জ্ঞানেশ্বর প্রসাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের দুই পুত্র (মঞ্জুল কুমার এবং রাজ শেখর) এবং একটি কন্যা রয়েছে। তিনি প্রাক্তন লোকসভা স্পিকার মীরা কুমারের শাশুড়ি ছিলেন। [১]

[ <span title="The time period mentioned near this tag is ambiguous. (October 2020)">কখন?</span>

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sep 27, TNN / Updated:; 2012। "Lok Sabha Speaker emphasizes on women education | Patna News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯