মীরা কুমার
ভারতীয় রাজনীতিবিদ
মীরা কুমার (জন্মঃ ৩১ মার্চ, ১৯৪৫) একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ১৫তম ভারতীয় লোকসভার অধ্যক্ষ ছিলেন এবং তিনি ভারতের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নেত্রী। তিনি পাঁচবার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। এছাড়া তিনি মনমোহন সিং সরকারের (২০০৪-২০০৯) সোস্যাল জাস্টিস অ্যান্ট এমপাওয়ারমেন্ট মন্ত্রনালয়ের কেবিনেট মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। [১][২]
মীরা কুমার Meira Kumar | |
---|---|
![]() | |
প্রথম নারী স্পিকার, লোকসভা | |
কাজের মেয়াদ ৪ জুন, ২০০৯ – ১৮ মে, ২০১৪ | |
পূর্বসূরী | সোমনাথ চট্টপাধ্যায় |
উত্তরসূরী | সুমিত্রা মহাজন |
কাজের মেয়াদ ১০ মে, ২০০৪ – ১২ মে, ২০১৪ | |
উত্তরসূরী | [ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | পাটনা, ভারত | ৩১ মার্চ ১৯৪৫
রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
দাম্পত্য সঙ্গী | মনজ কুমার |
সন্তান | এক ছেলে, এক মেয়ে |
প্রাক্তন শিক্ষার্থী | ইউনিভার্সিটি অব দিল্লী |
ব্যক্তিগত জীবন এবং শিক্ষাসম্পাদনা
মীরা কুমার সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিশিষ্ট দলিত নেতা জগজীবন রাম এবং একজন মুক্তিযোদ্ধা , ইন্দ্রানী দেবীর পরিবারে বিহারে জন্মগ্রহণ করেন ।
রাজনৈতিক জীবনসম্পাদনা
প্রথম নারী স্পিকারসম্পাদনা
৪ জুন ২০০৯-এ, মীরা কুমার সর্বসম্মতিক্রমে প্রথম নারী এবং ১৫তম লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হন।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ India: Woman Wins Post of Speaker New York Times, June 4, 2009.
- ↑ Meira Kumar brings Jagjivan to fore ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৩-০৫-২৪ তারিখে The Times of India, June 4, 2009.