সুমাইয়া কাজী

মার্কিন উদ্যোক্তা

সুমাইয়া কাজী (পুরোনামঃ সুমাইয়া আন্দালিব কাজী; জন্মঃ ১৭ জুলাই ১৯৮২) হলেন জন্মসূত্রে বাংলাদেশী একজন মার্কিন নাগরিক এবং বিখ্যাত নারী উদ্যোক্তা। তার পৈতৃক নিবাস ফেনী শহরে। তিনি সংবাদসংস্থা রয়টার্স এবং ক্লাউট কর্তৃক প্রকাশিত বিশ্বের সেরা প্রভাবশালী ৫০ উদ্যোক্তা-র তালিকায় ১৬ নম্বরে অবস্থান করছেন।[]

সুমাইয়া কাজী
জন্ম১৭ জুলাই, ১৯৮২
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
পরিচিতির কারণপ্রখ্যাত নারী উদ্যোক্তা
ওয়েবসাইটwww.sumayakazi.com

জন্ম ও পরিবারিক পরিচিতি

সম্পাদনা

বাবা ডক্টর নিজাম উদ্দিন কাজী, মা মেরিনা কাজী তটিনি। দুই ভাই, দুই বোনের মধ্যে সুমাইয়া সবার বড়। তার পৈতৃক বাড়ি বাংলাদেশে ফেনীর জেলা শহরে হলেও জন্ম, বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের লস এনঞ্জেলেস। এখন তিনি কর্মসূত্রে থাকছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো বে-এলাকায়।[]

শিক্ষাজীবন

সম্পাদনা

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে মার্কেটিং এবং স্ট্যাটেজিক প্লানিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন সুমাইয়া।[]

কর্মজীবন

সম্পাদনা

তিনি লেখা পড়া শেষ করে সান মাইক্রোসিস্টেম্স নামক একটি প্রতিষ্ঠানে সিনিয়র সোস্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজে যোগ দেন।[]

উদ্যোগ

সম্পাদনা

২০০৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘কালচারাল কানেক্ট ডট কম’ (টিসিসিসি) নামের প্রতিষ্ঠান। টিসিসিসি থেকে প্রকাশিত হচ্ছে পাঁচটি সাপ্তাহিক ই-ম্যাগজিন। ম্যাগাজিনগুলো হচ্ছে, দ্যা দেশি কানেক্ট, দ্যা মিডলইস্ট কানেক্ট,দ্যা এশিয়া কানেক্ট,দ্যা ল্যাটিন কানেক্ট,দ্যা আফ্রিকান কানেক্ট।[]

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

২০০৬ সালেও বিজনেস উইক ম্যাগাজিন কর্তৃক আমেরিকায় অনূর্ধ্ব ২৫ বছর বয়সী সেরা উদ্যোক্তার তালিকায় স্থান পান সুমাইয়া কাজী।[তথ্যসূত্র প্রয়োজন] ওই বছর সেই ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের সেরা ৭৫ জন মহিলা উদ্যোক্তার একজন নির্বাচন হন সুমাইয়া।[] এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের বিজনেস উইক ম্যাগাজিন ও কালার লাইট ম্যাগাজিন থেকে ‘সেরা তরুণ উদ্যোক্তা’ পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন।[] পেয়েছেন সিএনএনের ‘ইয়ং পারসন হু রকস’ এবং কালার লাইট ম্যাগাজিনের সেরা তরুণ উদ্যোক্তা পুরস্কার।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বিশ্বের প্রভাবশালী ৫০ উদ্যোক্তার তালিকায় বাংলাদেশী নারী | Khobor24"web.archive.org। www.khobor24.com। ২০১২-০৩-০১। Archived from the original on ২০১২-০৩-০১। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৯ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০১২-০৭-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৫-২৭ 
  3. "বাংলানিউজ ২৪ ডট কম"। ২০ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৩ 
  4. দৈনিক প্রথম আলো[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]