সুধীন্দ্রনাথ মুখোপাধ্যায়

ভারতীয় বাঙালি আইনজ্ঞ

সুধীন্দ্রনাথ মুখোপাধ্যায় (১৮৯৮ - ১৯৬৩) ছিলেন একজন ভারতীয় বাঙালি আইনজ্ঞ যিনি ভারতের গণপরিষদে ও রাজ্যসভায় অসামান্য কাজের সুবাদে ১৯৬২ খ্রিস্টাব্দে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ লাভ করেন।[১]

সুধীন্দ্রনাথ মুখোপাধ্যায়
জন্ম১৩০৫ বঙ্গাব্দ (১৮৯৮)
কলকাতা ব্রিটিশ ভারত (বর্তমানে পশ্চিমবঙ্গ ভারত)
মৃত্যু২১ আশ্বিন ১৩৭০ বঙ্গাব্দ (অক্টোবর ১৯৬৩)
পেশাবেসামরিক আধিকারিক
পুরস্কারপদ্মভূষণ (১৯৬২)

জীবনী সম্পাদনা

সুধীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্ম ব্রিটিশ ভারতের কলকাতায়। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজের একজন কৃতি ছাত্র ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৩৪ খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার আইন দপ্তরে যোগ দেন। স্বাধীনতার পর ১৯৪৭ খ্রিস্টাব্দে তিনি গণ-পরিষদে নিযুক্ত হন এবং সংবিধান প্রণয়নের সমস্ত পর্যায়ে অংশগ্রহণ করেন। ১৯৫২ খ্রিস্টাব্দে ভারতীয় সংসদের উচ্চকক্ষ তথা রাজ্যসভার গঠিত হলে সুধীন্দ্রনাথ সচিব পদে নিযুক্ত হন।

পাবলিক অ্যাফেয়ার্সে তার অসামান্য অবদানের জন্য ভারত সরকার ১৯৬২ খ্রিস্টাব্দে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত করে।[২]

সুধীন্দ্রনাথ মুখোপাধ্যায় ১৯৬৩ খ্রিস্টাব্দের অক্টোবর (১৩৭০ বঙ্গাব্দের ২১ আশ্বিন) পরলোক গমন করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৭৯৩, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  2. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৬। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৬