সুধা রায়

বাংলাদেশী রাজনীতিবিদ

সুধা রায় (১৯১৪-১৯৮৭) একজন বামপন্থী নেত্রী। তিনি ভারতীয় বলসেভিক পার্টির একজন উচ্চ স্তরের নেত্রী ছিলেন। পরে তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন।[১] পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট কমিউনিস্ট নেত্রী হিসাবে তিনি খ্যাত।[২]

সুধা রায়
জন্ম১৯১৪
মৃত্যু১৯৮৭
প্রতিষ্ঠানভারতের কমিউনিস্ট পার্টি

আন্দোলন সম্পাদনা

১৯১৪ সালে অধুনা বাংলাদেশেফরিদপুরের কায়স্থ জমিদার বংশে তার জন্ম।[৩] তিনি শ্রমিক আন্দোলনে যোগ দেন ১৯৩০ সালে। তার দাদা শিশির রায় এর হাতধরেই তার ছাত্রাবস্থায় রাজনীতিতে প্রবেশ।[৩][৪][৫][৬] দাদার সাথে সাথেই তিনিও শ্রমিক নেত্রী হিসাবে খ্যাত ছিলেন।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Maṇikuntalā Sena (১ এপ্রিল ২০০১)। In search of freedom: an unfinished journey। Stree। পৃষ্ঠা 57। আইএসবিএন 978-81-85604-25-1 
  2. Sampa Guha (১৯৯৬)। Political Participation of Women in a Changing Society। Inter-India Publications। পৃষ্ঠা 105। আইএসবিএন 978-81-210-0344-5 
  3. Sunil Kumar Sen (১৯৮৫)। The working women and popular movements in Bengal: from the Gandhi era to the present day। K.P. Bagchi। পৃষ্ঠা 96। 
  4. Samita Sen (৬ মে ১৯৯৯)। Women and Labour in Late Colonial India: The Bengal Jute Industry। Cambridge University Press। পৃষ্ঠা 229–230। আইএসবিএন 978-0-521-45363-9 
  5. S. N. Sadasivan (১৯৭৭)। Party and democracy in India। Tata McGraw-Hill। পৃষ্ঠা 90–92। 
  6. Amitabha Mukherjee (১ জানুয়ারি ১৯৯৬)। Women in Indian Life and Society। Punthi Pustak and Institute of Historical Studies। পৃষ্ঠা 240। আইএসবিএন 978-81-85094-97-7 
  7. Socialist Perspective17। Council for Political Studies.। ১৯৮৯। পৃষ্ঠা 276।