শিশির রায়

রাজনীতিবিদ

শিশির রায় (ইংরেজি: Sisir Roy) (১৯১২-১৯৬০)[১] একজন ভারতীয় বামপন্থী নেতা। তিনি ভারতীয় বলশেভিক পার্টি এবং ইউনিটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সম্পাদক ছিলেন। কলকাতা বন্দরের একজন সক্রিয় কর্মীদের মধ্যে অন্যতম। তার পিতা টাটা স্টিল এন্ড কোং এর টেকনিক্যাল অফিসার ছিলেন।[১]

শিশির রায়
জন্ম১৯১২
মৃত্যু১৯৬০
প্রতিষ্ঠানভারতের বলশেভিক পার্টি

রাজনীতি জীবন সম্পাদনা

তিনি ছাত্রবস্থাতেই রাজনীতিতে যোগ দেন এবং কারাবরণও করেন। কারাগার থেকে মুক্তি পেয়ে শ্রমিক সংগঠন করেন। ১৯৩৩ সালে কলকাতা বন্দর শ্রমিক সংগঠন প্রতিষ্ঠা করেন এবং সম্পাদক মনোনীত হন।[১][২] এর কিছুদিন পর তিনি বঙ্গীয় শ্রমিক সংগঠন তৈরি করেন এবং পরে তা ভারতীয় কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হয়। তিনি গান্ধীবাদের বিরুদ্ধে বিভিন্ন সভা আয়োজন করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Indian Council of Historical Research (১ নভেম্বর ১৯৯৭)। Towards freedom: documents on the movement for independence in India, 1943-1944। Oxford University Press। পৃষ্ঠা 3509। 
  2. S. N. Sadasivan (১৯৭৭)। Party and democracy in India। Tata McGraw-Hill। পৃষ্ঠা 90–92।