সুচারু দেবী
মহারাণী সুচারু দেবী (বা সুচারু দেবী ) ৯ই অক্টোবর ১৮৭৪ - ১৪ই ডিসেম্বর ১৯৫৯) ছিলেন ভারতের ময়ূরভঞ্জ রাজ্যের মহারাণী।[১]
সুচারু দেবী | |
---|---|
জন্ম | ৯ অক্টোবর ১৮৭৪ |
মৃত্যু | ১৪ ডিসেম্বর ১৯৫৯ | (বয়স ৮৫)
অন্যান্য নাম | মহারানি সুচারু দেবী |
দাম্পত্য সঙ্গী | শ্রীরাম চন্দ্র ভঞ্জ দেও (বি. ১৯০৪; মৃ. ১৯১২) |
আত্মীয় | সুনীতি দেবী (বোন) |
প্রাথমিক জীবন
সম্পাদনাসুচারু দেবী বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কলকাতার ব্রাহ্মসমাজ সংস্কারক মহর্ষি কেশব চন্দ্র সেনের কন্যা। তিনি ১৯০৪ সালে ময়ূরভঞ্জ রাজ্যের মহারাজা শ্রীরাম চন্দ্র ভঞ্জ দেও (১৮৭১ - ১৯১২) কে বিয়ে করেন। মহারাজার প্রথম স্ত্রীর মৃত্যুর পর, এটি ছিল তাঁর দ্বিতীয় বিয়ে।[২] মহারাজা এবং সুচারু দেবীর তিনটি সন্তান ছিল,- একটি পুত্র এবং দুই কন্যা। তাঁদের একমাত্র পুত্র, মহারাজ কুমার ধ্রুবেন্দ্র ভঞ্জ দেও (১৯০৮ - ১৯৪৫), ছিলেন একজন রয়্যাল এয়ার ফোর্সের পাইলট, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধরত অবস্থায় মারা গিয়েছিলেন।[২] সুচারু দেবী তাঁর জীবনের একটি বড় অংশ ময়ূরভঞ্জ প্রাসাদে কাটিয়েছেন, এই প্রাসাদটি ছিল ময়ূরভঞ্জ রাজ্যের শাসকদের রাজকীয় বাসভবন। তাঁর স্বামী, ময়ূরভঞ্জের মহারাজা শিলং- পর্বতে একটি শৈলাবাস তৈরি করেছিলেন, যেখানে তিনি গ্রীষ্মকালে সময় কাটাতেন। রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকবার অতিথি হিসাবে সেখানে গিয়েছিলেন। বাড়িটি ময়ূরভঞ্জ প্রাসাদ হিসেবে জনপ্রিয়। এই বাড়িটি এখন উত্তর-পূর্ব পার্বত্য বিশ্ববিদ্যালয়ের (এনইএইচইউ) ক্যাম্পাসের একটি অংশ।
তিনি এবং তাঁর বোন, কোচবিহারের মহারানী, সুনীতি দেবী, তাঁদের মার্জিত পোশাক পরিচ্ছদের জন্য বিখ্যাত ছিলেন।[৩]
কাজ
সম্পাদনাসুচারু দেবী এবং তাঁর বোন সুনীতি দেবী ১৯০৮ সালে দার্জিলিং -এ মহারানী গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করেন।[৪] মহারানি সুচারু দেবী ১৯৩১ সালে বেঙ্গল উইমেনস এডুকেশন লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৩২ সালে তাঁর বোন সুনীতি দেবীর আকস্মিক মৃত্যুর পর, তিনি অল বেঙ্গল উইমেনস ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন।[৫] কলকাতায় তিনি তাঁর সমসাময়িক চারুলতা মুখার্জি, সরোজ নলিনী দত্ত, টি আর নেলি এবং তাঁর বড় বোন কোচবিহারের মহারানী সুনীতি দেবীর মতো একজন নারী অধিকার কর্মী হিসেবে পরিচিত ছিলেন।[৬]
তিনি ১৯৫৯ সালে মারা যান।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Kaye, Joyoti Devi (১৯৭৯)। Sucharu Devi, Maharani of Mayurbhanj: a biography।
- ↑ ক খ "Mayurbhanj"।
- ↑ The Many Worlds of Sarala Devi: A Diary: Translated from the Bengali Jeevaner Jharapata। The Many Worlds of Sarala Devi/The Tagores and Sartorial Styles By Sukhendu Ray, Malavika Karlekar, Bharati Ray। ২০১০। পৃষ্ঠা 76। আইএসবিএন 9788187358312।
- ↑ Ramusack, Barbara N. (২০০৪)। The Indian Princes and Their States। পৃষ্ঠা 144। আইএসবিএন 9781139449083।
- ↑ Southard, Barbara (১৯৯৫)। The women's movement and colonial politics in Bengal: the quest for political rights, education, and social reform legislation, 1921–1936। পৃষ্ঠা 157। আইএসবিএন 9788173040597।
- ↑ ক খ Sengupta, Padmini Sathianadhan (১৯৭০)। Pandita Ramabai Saraswati: her life and work। পৃষ্ঠা 65। আইএসবিএন 9780210226117।