সুখানপুকুর ইউনিয়ন

বগুড়া জেলার গাবতলী উপজেলার একটি ইউনিয়ন

সুখানপুকুর ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার গাবতলী উপজেলার একটি ইউনিয়ন। এটি গাবতলী উপজেলার ১২নং ইউনিয়ন।[১]

সুখানপুকুর ইউনিয়ন
ইউনিয়ন
১২নং সুখানপুকুর ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
উপজেলাগাবতলী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

আয়তন সম্পাদনা

ইতিহাস সম্পাদনা

গাবতলী উপজেলার নেপালতলীসোনারায় ইউনিয়ন ভেঙ্গে ৩৫টি গ্রাম নিয়ে নতুন এ ইউনিয়ন গঠন করা হয়েছে। ২০১৯ সালের ২১ নভেম্বর এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।[২]

ব্রিটিশ শাসল আমলে সুখানপুকুর বন্দর হিসাবে প্রতিষ্টা পায় সুখান পুকুরে স্টেশনটি প্রায় ৩০ একর জমির উপর প্রতিষ্ঠা হওয়ায় রেলের মাধ্যমে পন্য আনা নেওয়ার ফলে এটি বন্দরে পরিনত হয়। এ ইউনিয়নের পচ্চিমে সোনারায় ইউনিয়ন দক্ষিনে নাড়ুয়ামালা ও নেপালতলী ইউনিয়ন, পূর্বে সারিয়াকান্দী উপজেলার নারচী ইউনিয়ন ও উত্তরে সোনাতলা উপজেলার জোরগাছা ও দিগদাইড় ইউনিয়ন রয়েছে।

সুখানপুকুর ইউনিয়নে একটি হাট ও বেশকিছু ছোট বাজার রয়েছে

হাট১.সুখানপুকুর

বাজার ১.তেলিহাটা ২. লাঠিগঞ্জ ৩.সরাতলী ৪.ডওর

জনসংখ্যা সম্পাদনা

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

সুখানপুকুর ইউনিয়ন ১৬টি মৌজা ও ৩৫টি গ্রাম নিয়ে গঠিত। গ্রামসমূহ হলো:[২]

  1. চকরাধিকা
  2. সুখানপুকুর
  3. কিশমত কাঁকড়া
  4. কেশবেরপাড়া-১
  5. চামুরপাড়া
  6. নতুরপাড়া
  7. সুখানপুকুর বন্দর
  8. কুড়িরপাড়া
  9. কেশবেরপাড়া-২
  10. পাথারের পাড়া
  11. নিজ কাঁকড়া
  12. ধলিরচর
  13. উত্তর সরাতলি
  14. পার কাঁকড়া
  15. ভাঙ্গিরপাড়া
  16. ময়নাতলা
  17. কাজলাপাড়া
  18. নজরারপাড়া
  19. মমিনহাটা
  20. মহিষবাতান
  21. কাশিহাটা
  22. তেলিহাটা
  23. তেলিহাটা মধ্যপাড়া
  24. পাঁচানীপাড়া
  25. নয়াপাড়া
  26. শাহাপাড়া
  27. মাসুন্দি
  28. ত্রিমোহনী-২
  29. ত্রিমোহনী-১
  30. আমতলীপাড়া
  31. খিরাপাড়া
  32. ডঙর
  33. ডিহি ডঙর
  34. চক ডঙর
  35. সানাইপুকুর।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

সুখানপুকুর ইউনিয়নে ১ টি কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে সৈয়দ আহম্মদ বিশ্ববিদ্যালয় ও কলেজ। উচ্চ বিদ্যালয় রয়েছে ৩ টি ১. মোস্তাফিজার রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ২.সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ৩.দৌলতুজ্জামান বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৪ টি= ১.তেলিহাটা পাঁচানীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২.তেলিহাটা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩.তেলিহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৪.চামুর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৫.মাসুন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৬.ত্রিমোহিনী সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৭.কাজলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৮.নিজকাঁকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৯.সরাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১০.চকরাধিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১১.ডওর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১২.মমিনহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১৩.কেশবের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

জনপ্রতিনিধি সম্পাদনা

সুখানপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান (আলম)

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নতুন ইউনিয়ন সুখানপুকুর"kalerkantho.com। কালের কণ্ঠ। ৫ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১ 
  2. "বগুড়ার নতুন ইউনিয়ন সুখানপুকুর"bonikbarta.net। বণিক বার্তা। ৪ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১