সিলদাভিয়া
(সিল্ডাভিয়া থেকে পুনর্নির্দেশিত)
সিলদাভিয়া (ইংরেজি: Syldavia, সিলদাভীয়: Zyldavi) দুঃসাহসী টিনটিন কমিক্সের একটি কল্পিত রাষ্ট্র। এটি প্রথম বিশ্বযুদ্ধত্তর ইউরোপের মিত্রপক্ষীয় দেশ। এটিকে বেলজিয়াম বা যুগোস্লাভিয়ার আদলে দেখানো হয়েছে। প্রতিবেশী বরডুরিয়া এর শত্রু দেশ।
সিলদাভিয়া রাজ্য | |||||||
---|---|---|---|---|---|---|---|
নীতিবাক্য: Eih bennek, eih blavek. (বাংলা: আমি এখানে, আমি থাকি এখানে) | |||||||
জাতীয় সঙ্গীত: Syldavians unite! Praise our King's might: The Sceptre his right! | |||||||
বলকান, সিলদাভিয়া ও পার্শ্ববর্তী বর্দুরিয়া রাষ্ট্র সাধারণ অবস্থান | |||||||
রাজধানী | ক্লো | ||||||
সরকারি ভাষা | সিলদাভীয় | ||||||
নৃগোষ্ঠী | সিলদাভীয় | ||||||
সরকার | রাজতন্ত্র | ||||||
• রাজা | রাজা দ্বাদশ মুস্কার | ||||||
মুদ্রা | খর | ||||||
|
নামকরণ
সম্পাদনাসিলদাভিয়া নামটি এসেছে "ট্রানসিলভানিয়া" ও "মলদাভিয়া" শব্দ দুটির "সিল" ও "দাভিয়া" অংশ যুক্ত করে, এই দুটি অঞ্চলই বলকানে অবস্থিত।
রাজধানী
সম্পাদনাসিলদাভিয়ার রাজধানীর নাম ক্লো (Klow)। এই শহর তুর্কি শাসকরা ৯০০ সালে প্রতিষ্ঠা করেন। ১১২৭ সাল থেকে এই শহর সিলদাভিয়ার রাজধানী। দেশটির মোট জনসংখ্যার এক-ষষ্ঠাংশ মানুষ ক্লো’তে বসবাস করে।