সিমৃথি হরেশ বঠিজা (জন্ম: ৯ এপ্রিল ১৯৯৯) হলেন একজন ভারতীয় মডেল ও সুন্দরী প্রতিযোগিতার শিরোপাধারী।[১] গ্ল্যামানন্দ মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ২০১৯ শিরোপাধারী হিসাবে তিনি জাপানের টোকিওতে মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার ৫৯তম আসরে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।[২][৩]

সিমৃথি বঠিজা
জন্ম (1999-04-09) ৯ এপ্রিল ১৯৯৯ (বয়স ২৫)
উলহানগর, মুম্বই, মহারাষ্ট্র, ভারত
শিক্ষাগণমাধ্যম বিভাগে স্নাতক
মাতৃশিক্ষায়তনজয় হিন্দ মহাবিদ্যালয়, মুম্বই
পেশা
  • মডেল
  • সুন্দরী প্রতিযোগিতার শিরোপাধারী
উচ্চতা১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)[১]
উপাধিগ্ল্যামান্যান্ড সুপারমডেল ইন্ডিয়া ২০১৯
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
চুলের রংকালো
চোখের রংহালকা বাদামি
প্রধান
প্রতিযোগিতা
মিস মুম্বই ২০১৮
(বিজয়ী)
গ্ল্যামানন্দ সুপারমডেল ইন্ডিয়া ২০১৯
(বিজয়ী)
মিস ইন্টারন্যাশনাল ২০১৯
(বিজয়ী নন)

শিক্ষা ও কর্মজীবন সম্পাদনা

১৯৯৯ সালের ৯ এপ্রিল একটি সিন্ধি পরিবারে সিমৃথির জন্ম হয়েছিল এবং তিনি মহারাষ্ট্রের থানের স্যাক্রেড হার্ট স্কুলে পড়াশোনা করেছিলেন।[৪] মুম্বইয়ের জয় হিন্দ কলেজ থেকে তিনি গণমাধ্যম বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।[৫] তিনি জাতীয় স্তরের একজন ফেন্সিং অ্যাথলেট এবং রাজ্য পর্যায়ে রোল বল খেলেছেন[৬]। তিনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী এবং ৪ বছর ধরে রেডিও জকি হিসাবে কাজ করেছেন।[৭]

এমটিভি চ্যানেলের আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান 'এলিভেটর পিচ'[৮]-এর একটি পর্বে তিনি প্রদর্শিত হয়েছিলেন। তিনি সিনেপোলিসের (ভারত)[৯] জন্য একটি টেলিভিশন বিজ্ঞাপনেও কাজ করেছিলেন। তিনি বিভিন্ন পোশাক ব্র্যান্ডের ফ্যাশন মডেল হিসাবে কাজ করেছেন।[৭][১০]

সাফল্য সম্পাদনা

২০১৭ সালে সিমৃথি বঠিজা ইন্ডিয়ান মডেল লুক প্রতিযোগিতায় চূড়ান্ত প্রতিযোগী হিসাবে নির্বাচিত হয়েছিলেন।[১১] ১৯ বছর বয়সে তিনি একটি আঞ্চলিক প্রতিযোগিতা (মিস মুম্বাই ২০১৮) জিতেছিলেন। পরের বছর, তিনি গ্ল্যামান্যান্ড সুপারমডেল ইন্ডিয়া প্রতিযোগিতার জন্য অডিশন দিয়েছিলেন এবং চূড়ান্ত প্রতিযোগী হিসাবে তালিকাভুক্ত হয়েছিলেন। প্রতিযোগিতায় সমগ্র ভারত থেকে ১৯ জন চূড়ান্ত প্রতিযোগী অংশ নিয়েছিল। ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বরে জয়পুরের জয়বাগ প্রাসাদে প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছিল। এতে তিনি পূর্ববর্তী বছরের শিরোপাধারী তনিশকা ভোসলের কাছ থেকে মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ২০১৯-এর বিজয়ী মুকুট পেয়েছিলেন[৭] এবং জাপানের টোকিওতে অনুষ্ঠিত "মিস ইন্টারন্যাশনাল ২০১৯" প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার অধিকার অর্জন করেছিলেন।[১০]

টেলিভিশন সম্পাদনা

সাল শিরোনাম ভূমিকা নেটওয়ার্ক টীকা
২০১৮ এলিভেটর পিচ নিজের এমটিভি (ভারত) পর্ব ১১ - ফ্রেন্ড জোন নো মোর

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mumbai-based model, Simrithi Bathija crowned Miss India International 2019"Greh India। ৮ অক্টোবর ২০১৯। ২০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯ 
  2. Singh, Gagan (৮ অক্টোবর ২০১৯)। "Simrithi Bathija from Mumbai won Glamanand Miss India International 2019 title"Newfrenzy.com। ২০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২১ 
  3. "Miss India International 2019 is Simrithi Bathija."Pageant Circle। ৫ অক্টোবর ২০১৯। ২৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২১ 
  4. "Miss India Simrithi Bathija felicitated by her school."। ১০ অক্টোবর ২০১৯। 
  5. "Simrithi Bathija is Miss India International 2019."। ১৩ অক্টোবর ২০১৯। 
  6. "Simrithi Bathija - Miss International 2019 contestant profile."Miss International। ২৬ অক্টোবর ২০১৯। 
  7. "Glamanand Supermodel India 2019: Simrithi Bathija and Tanvi Malhara take the crown home."Beauty High। ৭ অক্টোবর ২০১৯। ২১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯ 
  8. "MTV Elevator Pitch - Season 01, Episode 11 (Friend Zone No More)."Voot। ২২ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯ 
  9. "The Cinépolites are here!"Cinépolis India। ১৯ মে ২০১৯। 
  10. "Glamanand Supermodel India 2019 contest winners."First India। ১ অক্টোবর ২০১৯। ২১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২১ 
  11. "Introducing Indian Model Look finalist Simrithi Bathija from Mumbai, Maharashtra."। ২ নভেম্বর ২০১৭। 

বইঃসংযোগ সম্পাদনা