সিএসডি বাংলাদেশ

বাংলাদেশী প্রতিষ্ঠান

ক্যান্টিন স্টোরস ডিপার্টমেন্ট, বাংলাদেশ (সিএসডি) বাংলাদেশের সামরিক বাহিনীর মালিকানাধীন একটি খুচরা বিপণী প্রতিষ্ঠান।[১] বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন ও পরিচালিত[২] এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের খাদ্য, ইলেকট্রনিক্স এবং অন্যান্য ভোগ্যপণ্য সরবরাহ করে।[২] সেনাবাহিনীর সদস্যরা সমস্ত সিএসডি আউটলেটে বিশেষ ছাড়ের অধিকারী।

ক্যান্টিন স্টোরস ডিপার্টমেন্ট
ধরন সশস্ত্র বাহিনী মালিকানাধীন
শিল্পখুচরা পণ্য
প্রতিষ্ঠাকাল২০০৭; ১৭ বছর আগে (2007)
সদরদপ্তরসিএসডি ভবন, ২য় তলা, গ্যারিসন ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬
বাণিজ্য অঞ্চল
 বাংলাদেশ
মালিক বাংলাদেশ সশস্ত্র বাহিনী
বাংলাদেশ সেনাবাহিনী
ওয়েবসাইটwww.csdbangladesh.com

জনপ্রিয় স্থানীয় ফাস্ট ফুড চেইন ক্যাপ্টেনস ওয়ার্ল্ডও সিএসডির অধীনস্থ এবং সিএসডি দ্বারা পরিচালিত।[২] প্রথম ক্যাপ্টেন ওয়ার্ল্ড ২০০৭ সালে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেটের কাছে খোলা হয় এবং উত্তরাতে দ্বিতীয় শাখা খোলা হয়। ক্যাপ্টেন্স ওয়ার্ল্ডের তৃতীয় শাখাটি ২০১১ সালে ধানমণ্ডিতে খোলা হয়েছিল।[৩] সিএসডি ক্যাপ্টেন্স বেকারি এবং সিন্ডারেলা শপিং মলও পরিচালনা করে।

২০২০ সালের জুলাই মাসে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দিকে সিএসডির সকল আউটলেট থেকে নিষিদ্ধ করা হয়।[৪]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Bangladesh holds potato fair to popularize it as staple food"People's Daily Online। ৭ মে ২০০৮। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১১ 
  2. "CSD Bangladesh"। CSD Bangladesh। ১৫ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১১ 
  3. "Captain's World now in Dhanmondi"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১১-০৯-১৪। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১১ 
  4. "ISPR: Lt Gen (retd) Chowdhury Hasan Sarwardy tarnishes Army's image"Dhaka Tribune। ২০২০-০৭-২০। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১১