ফিলিপ জ্যাক ব্রুকস জন্ম ২৬ অক্টোবর ১৯৭৮ সাল। তিনি তার রিংয়ের নাম সিএম পাংক নামে অধিক পরিচিত। তিনি একজন পেশাদার কুস্তিগীর, সাবেক মিশ্র মার্শাল শিল্পী এবং কমিক বই লেখক। তিনি তার ডাব্লিউডাব্লিউই তে কাটানো সময়ের জন্য অধিক জনপ্রিয়। যেখানে তিনি সবচেয়ে বেশিদিন ওয়ার্ল্ড টাইটেলধারীদের মধ্যে ষষ্ট[২] বর্তমানে তিনি এইডাব্লিউর সাথে চুক্তিবদ্ধ রয়েছেন একজন কুস্তিগীর হিসেবে এবং কেইজ ফিউরি ফাইট চ্যাম্পিয়নশীপ (সিএফএফসি) তে চুক্তিবদ্ধ রয়েছেন একজন ধারাভাষ্যকার হিসেবে।

সিএম পাংক
CM Punk 2.jpg
অক্টোবর ২০১১ সালে ব্রুকস
জন্ম নামফিলিপ জ্যাক ব্রুকস
জন্ম (1978-10-26) অক্টোবর ২৬, ১৯৭৮ (বয়স ৪৪)
শিকাগো, ইলুনিয়স, যুক্তরাষ্ট্র
বাসস্থানশিকাগো, ইলুনিয়স, ইউ.এস
মিলওয়াওকে, উইসকিনস, ইউ.এস
দাম্পত্য সঙ্গীএজে লি (বি. ২০১৪)
ওয়েবসাইটcmpunk.com
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
কথিত উচ্চতা৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার)[১]
কথিত ওজন২১৮ পা (৯৯ কেজি)[১]
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
শিকাগো, ইলুনিয়স[১]
প্রশিক্ষকএক স্টিল
ড্যানি ডোমিনিয়ন
ডেভ ফিনলে
ডেভ টেইলর
কেভিন কুইন
উইলিয়াম রিগ্যাল
অভিষেক১৯৯৯-২০১৪, ২০২১-বর্তমান

ব্রুকম আমেরিকান স্বাধীন প্রোমোশনে তার কুস্তি জীবন শুরু করে। ২০০৫ সাল পর্যন্ত তিনি রিং অব অনার এর সাথে যুক্ত ছিলেন। এরপর তিনি ডাব্লিউডাব্লিউই তে চুক্তিবদ্ধ হন। তার ১৫ বছরের কুস্তি জীবনে তিনি ২ বার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ, ৩ বার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ ১ বার করে ইসিডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ এবং আরওএইচ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ জিতেছেন। তিনি ডাব্লিউডাব্লিউই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশীপ এবং ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ (কফি কিংস্টন এর সাথে) জিতার মাধ্যমে ১৯ তম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন হয়। সে ২০১১ তে স্ল্যামি অ্যাওয়ার্ড এবং ২০১১ ও ২০১২ সালে প্রো রেসলিং ইলুসট্রেটড এর পক্ষ থেকে বছরের সেরা কুস্তিগীর এর খেতাব অর্জন করেছেন।

ডাব্লিউডাব্লিউই থেকে চলে যাওয়ার পর ২০১৪ সালর পাংক পেশাদারি কুস্তি থেকে অবসর নেয়। ২০১৪ সালে ডিসেম্বরে সে ইউএফসির সাথে চুক্তিবদ্ধ হয়। সেপ্টেম্বর ১০, ২০১৬ সালে ইউএফসি ২০৩ এ পাংক তার অভিষেক ম্যাচ খেলে মিকি গল এর বিপক্ষে কিন্তু প্রথম রাউন্ডর সাবমিশনের মাধ্যমে হেরে যায়। জুন ৯, ২০১৮ তে ইউএফসি ২২৫ এ পাংক তার দ্বিতীয় ম্যাচ খেলে মাইক জ্যাকসন এর বিপক্ষে যেটিতে সে সর্বসম্মত সিদ্ধান্তে হেরে যায়।

তথ্যসূত্রসম্পাদনা

  1. "CM Punk bio"WWE। সংগ্রহের তারিখ জুন ৩০, ২০১৮ 
  2. Lindner, Matt (মে ১০, ২০১২)। "CM Punk lives dream, sings at Cubs game"ESPN। সংগ্রহের তারিখ মে ২৫, ২০১৭ 

বহিঃসংযোগসম্পাদনা