সিঁদুরে মৌটুসি

পাখি প্রজাতি

সিঁদুরে মৌটুসি (বৈজ্ঞানিক নাম: Aethopyga siparaja) বা সিঁদুরে-লাল মৌটুসি Nectariniidae (নেক্টার্নিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Aethopyga (ইথোপিগা) গণের অন্তর্ভুক্ত এক প্রজাতির মৌপায়ী পাখি।[২][৩] পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণদক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়।

সিঁদুরে মৌটুসি
Aethopyga siparaja
A. siparaja, পুরুষ
A. siparaja, স্ত্রী
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: প্যাসারিফর্মিস
পরিবার: Nectariniidae
গণ: Aethopyga
প্রজাতি: A. siparaja
দ্বিপদী নাম
Aethopyga siparaja
(Raffles, 1822)

সিঁদুরে মৌটুসির বৈজ্ঞানিক নামের অর্থ লালকোমর সিঁদুরে মৌটুসি (গ্রিক: aithos = আগুনরঙা, puge = কোমর; মালয়ী siparaja = সিঁদুরে মৌটুসি)।[৩] সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এরা বিস্তৃত, প্রায় ৪৯ লক্ষ ২০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস।[৪]

বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে, আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[১] বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটিকে সংরক্ষিত ঘোষণা করা হয় নি।[৩]

গ্যালারি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Aethopyga siparaja"The IUCN Red List of Threatened Species। ১৩ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৩ 
  2. রেজা খান (২০০৮)। বাংলাদেশের পাখি। ঢাকা: বাংলা একাডেমী। পৃষ্ঠা ১০৪। আইএসবিএন 9840746901 
  3. জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.) (২০০৯)। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: পাখি, খণ্ড: ২৬। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৫২৬–৭। 
  4. "Crimson Sunbird Aethopyga siparaja"BirdLife International। ২০১৬-০৩-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা