সাহেব বিবি মসজিদ
সাহেব বিবি মসজিদ বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা গ্রামে অবস্থিত একটি অতি প্রাচীন মসজিদ ।[১]
সাহেব বিবি মসজিদ | |
---|---|
সাহেব বিবি মসজিদ | |
স্থানাঙ্ক: ২২°৩১′৩০″ উত্তর ৯১°৫৫′১১″ পূর্ব / ২২.৫২৫০৫১° উত্তর ৯১.৯১৯৬৫৫° পূর্ব | |
অবস্থান | বিনাজুরী রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ |
প্রতিষ্ঠিত | ১৬১২ (আনুমানিক) |
শাখা/ঐতিহ্য | ইসলাম সুন্নি |
প্রশাসন | স্থানীয় ভাবে পরিচালিত |
স্থাপত্য তথ্য | |
ধরন | মুঘল স্থাপত্য |
ধারণক্ষমতা | ১৫০ |
দৈর্ঘ্য | ৬০ ফুট |
প্রস্থ | ২২ ফুট |
আবৃত স্থান | ০,৩০ একর |
গম্বুজ | ৩টি |
গম্বুজের উচ্চতা (বাহ্যিক) | ১৬ ফুট |
গম্বুজের উচ্চতা (অভ্যন্তরীণ) | ১০ ফুট |
মিনার | ৮টি (চারটি বড় চারটি ছোট) |
মিনারের উচ্চতা | ২০ ফুট |
ভবনের উপকরণ | চুন সুরকি |
ইতিহাস
সম্পাদনাচট্টগ্রামের ঐতিহাসিক আনোয়ারা থানার শোলকাটা গ্রামের বিশিষ্ট জমিদার আমির মোহাম্মদ চৌধুরীর স্বনামধন্য পত্নী ও চট্টগ্রামের প্রসিদ্ধ মলকা বানুর মাতা সাহেব বিবি আনুমানিক ১৬১২ খৃষ্টাব্দে এই মসজিদের প্রতিষ্ঠা করেন ।[২]
মসজিদের পাশে রয়েছে ফুলবাগান সংবলিত কবরস্থান যেখানে শায়িত আছেন এই মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম সাহেব বিবি।[৩] এছাড়াও, এর পাশে আছে সাহেব বিবি দীঘি যাকে শাহী পুকুরও বলা হয়। কবরস্থানসহ মসজিদটি ৩০ শতক জমির উপর নির্মিত। বিভিন্ন কারু কাজ-সম্বলিত টেরাকোটার ইট ও চুন-সুরকির গাঁথুনিতে মসজিদটি নির্মিত। মসজিদটির সামনে একটি ঈদগাহ ও পাশে কবরস্থান রয়েছে।
স্থাপত্য
সম্পাদনাএক গম্বুজ বিশিষ্ট মনে করা হলেও এটি আসলে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ। তবে বড় গম্বুজের দুই পাশের গম্বুজ দুটি অপেক্ষাকৃত ছোট। এছাড়া চারকোণে চারটি মিনার ও মধ্যভাগে চারটি সহ মোট আটটি মিনার বিদ্যমান। সুন্দর কারুকাজ সংবলিত এই মসজিদের মূল নকশা ও সৌন্দর্য প্রায় অবিকল রয়েছে । এই মসজিদে তিন কাতারে প্রায় ১৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন ।
বর্তমান অবস্থা
সম্পাদনাএই মসজিদ কবরস্থান সহ ৩০ শতক জায়গার উপর নির্মিত। ঐতিহ্যবাহী দর্শনীয় মসজিদে দূর-দূরান্ত থেকে অসংখ্য মুসল্লীও এখানে এসে নামাজ আদায় করেন। কালের সাক্ষী এই মসজিদ দেখার জন্য পর্যটকরাও এখানে ভিড় জমান । প্রায় পাঁচশত বছর পূর্বে নির্মিত স্থাপনাটি রূপগত পরিবর্তন করে সম্প্রতি টাইলস লাগানো হয়েছে ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ এম বেলাল উদ্দিন (৮ জুন ২০১৮)। "কালের সাক্ষী: রাউজানের সাহেব বিবি মসজিদম"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২১।
- ↑ "নান্দনিক স্থাপত্যশৈলীর প্রাচীন নিদর্শন রাউজানের সাহেব বিবি মসজিদ"। ctgtimes.com। ২৯ নভেম্বর ২০১৯। ২৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২১।
- ↑ জুনায়েদ হাবীব। "ঐতিহ্যবাহী মসজিদের নগরী চট্টগ্রাম"। দেশ রূপান্তর। ১৫ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২১।