সাহায্য আলোচনা:সূচী

সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ২ বছর পূর্বে "বানান" অনুচ্ছেদে

ফন্ট সহায়তা সর্বপ্রথমে দরকার। সম্পাদনা

ফন্ট এবং রেনডারিং সহায়তার জন্য উইকিপিডিয়া:Bangla script display and input help পাতাটিকে সহায়িকায় যুক্ত করা হোক এবং সর্বপ্রথমে যুক্ত করা হোক। এছাড়াও https://en.wikipedia.org/wiki/Help:Multilingual_support#Indic এবং এর অন্তর্গত টেবিল

Script Correcnt redering Your browser/device Help page
Bengali   ক + িকি Wikipedia:Bangla script display help

টি যোগ করা হোক ।

RIT RAJARSHI (আলাপ) ১৪:০২, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বানান সম্পাদনা

@আফতাবুজ্জামান: 'সূচি' হবে না? —মহাদ্বার আলাপ ০৩:৩৫, ৮ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Zaheen আপনি পাতাটি শুরু করেছেন। কোন মন্তব্য? বাংলা একাডেমির পুরনো অভিধানেও সূচি লেখা দেখলাম। মূলত জানতে চাইছি সূচী ও সূচির মধ্যে অর্থগত কোন পার্থক্য রয়েছে কিনা? না হলে আমার মনে হয় সূচি বানানেই নেওয়াই ভালো হবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫১, ৮ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আফতাবুজ্জামান, যখন তৈরি করেছিলাম, তখন দুটোই প্রচলিত ছিল মনে হয়। কেননা আগে অন্তত ৯০-এর দশকেও পাঠ্যসূচী, কর্মসূচী, সূচীপত্র, এগুলি খুবই প্রচলিত বানান ছিল। আর সূচি বলতে "সুঁই" বোঝাতো। ফলে সূচী আর সূচি-র ব্যবহারে একটা স্পষ্ট পার্থক্য ছিল। এখন দুর্ভাগ্যজনকভাবে এইসব সুক্ষ্ম পার্থক্য আর মানা হয় না বলে মনে হয়, তালিকা অর্থে সূচি বানানই বেশি প্রচলিত হয়ে গেছে। --অর্ণব (আলাপ | অবদান) ১৮:২০, ৮ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"সূচী" পাতায় ফেরত যান।