সাহায্য:নতুন পৃষ্ঠা তৈরি
নিবন্ধের নামকরণ
সম্পাদনানিবন্ধের জন্য একটি শিরোনাম নির্বাচন করার সময়, দুটি দিক বিবেচনা করতে হবে: প্রকৃত শিরোনাম , এবং সঠিক ব্যাকরণ।
প্রকৃত শিরোনাম
সম্পাদনাশিরোনামটি নিবন্ধটির মূল বিষয়টিকে নির্দিষ্ট এবং যথাযথ ভাবে বর্ণনা করতে হবে । উইকিউদ্ধৃত নিবন্ধগুলি বিভিন্ন বিষয়ে বিভক্ত : মানুষ, সৃজনশীল কাজ, স্থান এবং থিম এবং প্রতিটি বিষয়ের নিজস্ব নিয়মাবলী রয়েছে ।
- মানুষের নাম, উত্সের উপর নির্ভর করে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করুন:
সাধারনত কোনো ব্যক্তি বিশেষের নাম প্রয়োগের ক্ষেত্রে শিরোনামটি বা পরিবারের নাম, দ্বিতীয় স্থানে বসে (উদাঃ দেওয়া নাম পারিবারিক নাম) । মধ্যম নাম থাকলে তা উল্লেখ করা আবশ্যক নয় , যদি সেই ব্যক্তিটি সেই মধ্যম নাম সহিত পরিচিত হয় তাহলে মধ্যম নামটি প্রয়োগ করা যাবে (উদাঃ মহেন্দ্র সিং ধোনি, কাজী নজরুল ইসলাম) তবে অনেকসময় প্রাচ্য নামগুলির ক্ষেত্রে পরিবারের নাম প্রথমে বসে তারপর দেওয়া নাম (উদাঃ কোডা কুমি)। রাজকীয় নামগুলির জন্য , ব্যক্তি বিশেষের নাম- সংখ্যা -প্রদেশ এর নাম এই সূত্র অনুসারে প্রয়োগ করা যায় ।
- সৃষ্টিকর্ম বা সৃজনশীল কাজ গুলোর বাস্তবিক নামগুলোই প্রয়োগ করা উচিত অথবা গ্রহণযোগ্য নাম:
সৃষ্টিকারী সংস্থা বা ব্যক্তির দ্বারা প্রয়োগকৃত বা বাবহৃত নাম (সাহিত্যিক কাজ বা সিনেমা) বা সৃজনশীল কাজ টির জনপ্রিয় পরিচিত নাম (মৃৎ শিল্প)।
- স্থান এর অফিসিয়াল নাম (কুমিল্লা) বা অধিক একই প্রকারের নামের ক্ষেত্রে স্থানটির নাম - উপবিভাগ এর নাম (উদয়পুর (ত্রিপুরা)) বা স্থানটির নাম - প্রকার (কুমিল্লা জেলা)
- থিম এবং অনান্য সমস্ত বিষয় গুলোর জন্য নির্দিষ্ট নিয়মাবলী থাকতে পারে না , তবে শিরোনামটি নিবন্ধের কোনো ক্ষুদ্র বিষয়ের উপর না হয়ে , সমগ্রিক ভাবে সম্পূর্ণ নিবন্ধের বিষয়টিকে প্রকাশ করা উচিত তাছাড়া সংক্ষিপ্ত ও সহজ শিরোনাম ব্যবহার করার চেষ্টা করুন ।
সঠিক ব্যাকরণ
সম্পাদনাশিরোনাম গুলোর ব্যাকরণ অবশ্যই সঠিক হতে হবে । অন্যান্য ভাষার থেকে বিশেষ্য পদ গুলোকে বাংলা উচ্চারণের সাথে রূপান্তরণ করা উচিত।
কীভাবে নতুন নিবন্ধ তৈরী করবেন
সম্পাদনা- একটি উইকিপিডিয়া একাউন্ট থাকা আবশ্যক ।
- যে বিষয়টির উপর নিবন্ধ তৈরী করতে ইচ্ছুক সেই বিষয় সম্পর্কিত অন্য কোনো নিবন্ধ ইতিমধ্যে উইকিপিডিয়া তে আছে কি না তা সন্ধান করে দেখুন ।
পদ্ধতি
সম্পাদনা১. "ইনপুট বক্স" ব্যবহার করুন , সরাসরি নিবন্ধটি তৈরী করার পৃষ্ঠা খুলে কিংবা নিবন্ধটি ইতিমধ্যে থাকলে সেই পৃষ্ঠা খুলে যাবে ।
বিষয়ের নাম |
---|
২. লাল বর্ণের লিঙ্ক ক্লিক করুন , নিবন্ধের নাম সার্চ করুন সেই নামে অন্য কোনো নিবন্ধ না থাকলে সার্চ এর ফলাফলে লাল বর্ণের শিরোনামটি প্রদর্শিত হবে সেটিতে ক্লিক করুন। উদাহরণ : এটি একটি উদাহরণ ।