সালেহ উদ্দীন আহমদ জহুরী

সালেহ উদ্দিন আহমদ জহুরী বাংলাদেশি সাংবাদিক, কলামিস্ট ও লেখক (জন্ম: ৩১ অক্টোবর ১৯৩৮ - মৃত্যু: ৭ এপ্রিল ২০০৫)। তিনি ইসলামী ভাবধারা ও মুসলিম সম্প্রদায়ের উন্নতি-সমৃদ্ধির জন্য বাংলাদেশের প্রাচীনতম একাধিক সংবামাধ্যমে কলাম লিখেছেন। ধর্মীয় লেখক হিসেবে তার পরিচিতি রয়েছে। [২]

জহুরী

সালেহ উদ্দিন আহমদ জহুরী
স্থানীয় নাম
জহুরী
জন্মসালেহ উদ্দিন
৩১ অক্টোবর ১৯৩৮
গোলাপগঞ্জ, সিলেট
মৃত্যু৭ এপ্রিল ২০০৫
পেশাসাংবাদিক ও ধর্মীয় লেখক
ভাষাবাংলা
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
শিক্ষাস্নাতক
সময়কাল১৯৫৯-২০০৫
উল্লেখযোগ্য রচনাজহুরীর জাম্বিল
প্রেস্টিজ কনসার্ণড [১]

জন্ম ও পরিচিতি সম্পাদনা

পূর্ণ নাম সালেহ উদ্দিন আহমদ। উপাধী হলো জহুরী। জহুরী শব্দটি এসেছে ‘জহরত’ থেকে যার অর্থ মণিমুক্ত। জহুরী শব্দের অর্থ- যিনি মূল্যবান সম্পদের উৎকর্ষ নির্ণয় করতে পারেন।[৩] জহুরী ৩১ অক্টোবর ১৯৩৮ সালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কদমরসূল গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা আরমান আলী, মাতা সুফিয়া খানম। তিনি ঢাকার মধুবাগ এলাকায় নিলয় মঞ্জিলে বসবাস করতেন।[৪]

শিক্ষা ও কর্মজীবন সম্পাদনা

শিক্ষা জীবনে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৫৯ সালে দৈনিক ইত্তেহাদ পত্রিকায় নিজ সাংবাদিকতার সূচনা করেন। সাংবাদিকতা জীবনের শেষের দিকে তিনি দৈনিক সংগ্রামের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬০ সালে সাপ্তাহিক জাহানে নও পত্রিকায় তার প্রথম লেখা প্রকাশিত হয়। ইসলামী আদর্শ, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে লেখালেখিতে তার অবদান রয়েছে। তিনি তার পরবর্তী জীবনে সাপ্তাহিক জাহানে নও, মাসিক মদীনা, সাপ্তাহিক বাংলার ডাক, দৈনিক আল মুজাদ্দিদ, কিশোর কণ্ঠদৈনিক সংগ্রামে সহকারী সম্পাদক পদে কাজ করেন। এছাড়া তিনি দু’টি ম্যাগাজিন ও সাপ্তাহিক মুসলিম জাহানে নিয়মিত লিখতেন। [২]

প্রকাশিত গ্রন্থ সম্পাদনা

সালেহ উদ্দীন আহমদ জহুরী একজন লেখক ছিলেন। তার লেখনীতে ধর্মীয় বিষয় ছাড়াও সামাজিক কুসংস্কার এবং প্রচলিত সমাজর ব্যবস্থার কুফল বিষয়ে একাধিক গ্রন্থ রচনা করেছেন।

তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হলো-

  • অপসংস্কৃতির বিভীষিকা (১-৩)
  • জহুরীর জাম্বিল (১-২) [৫]
  • ধূম্রজালে মৌলবাদ
  • ক্রীতদাসের মত যাদের জীবন
  • খবরের খবর
  • স্বজন যখন দুশমন হয়
  • শব্দ সংস্কৃতির ছোবল
  • তথ্য সন্ত্রাস
  • তিরিশ লাখের তেলেসমাত [৬]
  • মাস্তানদের জবানবন্দি।
  • প্রেস্টিজ কনসার্ণড [১][৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "গুডরিডসে জহুরীর বই"গুডরিড্‌স। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯ 
  2. "মরহুম সালেহ উদ্দীন আহমদ জহুরী"দৈনিক সংগ্রাম। ১২ এপ্রিল ২০১৩। ৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯ 
  3. "জহুরী শব্দের অর্থ"ইংরেজি ও বাংলা অভিধান। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. বই : ইসলামী লেখক অভিধান। আল ইরফান পাবলিকেশন্স। ১ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯ 
  5. "লেখক জহুরী"বইবাজার। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯ 
  6. "তিরিশ লাখের তেলেসমাত"পাঠাগার। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯ 
  7. "জহুরী এর বই সমূহ"রকমারি.কম। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯