সালেহ উদ্দিন

শাবিপ্রবি-এর সাবেক উপাচার্য

সালেহ উদ্দিন (জন্ম: ৩০ জুন ১৯৫২) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১]

সালেহ উদ্দিন
উপাচার্য
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২৬ ফেব্রুয়ারি ২০০৯ – ২৫ ফেব্রুয়ারি ২০১৩
পূর্বসূরীআমিনুল ইসলাম
উত্তরসূরীআমিনুল হক ভূঁইয়া
উপাচার্য
মেট্রোপলিটন ইউনিভার্সিটি
কাজের মেয়াদ
১৫ জানুয়ারি ২০১৪ – ১৪ জানুয়ারি ২০২২
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1952-06-30) ৩০ জুন ১৯৫২ (বয়স ৭১)
হবিগঞ্জ, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
থামাসাট বিশ্ববিদ্যালয়, থাইল্যান্ড
মালয় বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

প্রাথমিক জীবন সম্পাদনা

সালেহ ১৯৫২ সালের ৩০ জুন সিলেটের হবিগঞ্জ জেলার, লস্করপুর ইউনিয়নের ঐতিহাসিক মশাজান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি থাইল্যান্ডের থামাসাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং মালয়েশিয়ার মালয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[১]

কর্মজীবন সম্পাদনা

সালেহ উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দুই মেয়াদে তিনি সিলেটে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[২][৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি হিসেবে পুনঃনিয়োগ পেলেন সালেহ উদ্দিন"দৈনিক ইনকিলাব। ৮ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২ 
  2. "ভিসি হিসেবে পুনঃনিয়োগ পেলেন সালেহ উদ্দিন"গো নিউজ২৪। ৭ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২ 
  3. "Prof. Md. Saleh Uddin PhD Joins as Vice-Chancellor of Metropolitan University"মেট্রোপলিটন ইউনিভার্সিটি (ইংরেজি ভাষায়)। ২৭ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২