সালেম, তামিলনাড়ু

তামিলনাড়ু রাজ্যের একটি শহর

সালেম (তামিল: சேலம், প্রতিবর্ণী. সেলম্) হল ভারত এর তামিলনাড়ু রাজ্যের একটি শহর। শহরটি কর্পোরেশন[] বা পৌরসংস্থা ও বৃহত্তর শহর নিয়ে গঠিত। এটি রাজ্যের ষষ্ঠ বৃহত্তম শহর। শহরটি চেন্নাই থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম, বেঙ্গালুরু থেকে ১৮৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও কোয়েম্বাটুর থেকে ১৬০ কিলোমিটার উত্তর-পূরে অবস্থিত।এই শহটিতে ইস্পাত কারখানা গড়ে উঠেছে,এই কারনে শহরটিকে ইস্পত নগরী বলে ডাকা হয়।

সালেম
মহানগর
উপরের বাম থেকে ঘড়ির কাঁটা দিক: মুকানারি হ্রদ, মডার্ন থিয়েটার, ট্রাম্পেট এক্সচেঞ্জ ফ্লাইওভার, সালেম কালেক্টরেট এবং সালেম ইস্পাত কারখানা
ডাকনাম: ইস্পাত নগরী[]
আমের শহর
সালেম তামিলনাড়ু-এ অবস্থিত
সালেম
সালেম
তামিলনাড়ুর মানচিত্রে অবস্থান
স্থানাঙ্ক: ১১°৩৯′ উত্তর ৭৮°১০′ পূর্ব / ১১.৬৫° উত্তর ৭৮.১৬° পূর্ব / 11.65; 78.16
রাষ্ট্রভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাসালেম জেলা
সরকার
 • ধরনমেয়র-কাউন্সিল
 • শাসকসালেম সিটি পৌর কর্পোরেশন
 • মেয়রখালি
আয়তন
 • মহানগর১২৪ বর্গকিমি (৪৮ বর্গমাইল)
 • মহানগর[]৬৭৫.৫৯ বর্গকিমি (২৬০.৮৫ বর্গমাইল)
এলাকার ক্রম
উচ্চতা২৮৯ মিটার (৯৪৮ ফুট)
জনসংখ্যা (২০১১)[]
 • মহানগর৮,২৯,২৬৭
 • ক্রমতামিলনাড়ুর মধ্যে ৫ম ভারতের মধ্যে ৫৯তম
 • জনঘনত্ব৬,৭০০/বর্গকিমি (১৭,০০০/বর্গমাইল)
 • মহানগর[]১০,৩২,৩৩৬
বিশেষণসালেথান
ভাষা
 • দাপ্তরিকতামিল
 • কথ্যতামিল
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
ডাক সূচক সংখ্যা৬৩৬xxx
টেলিফোন কোড+৯১-৪২৭
যানবাহন নিবন্ধনটিএন-২৭, টিএন-৩০, টিএন-৫৪, টিএন-৯০
ওয়েবসাইটwww.salemcorporation.gov.in

সেলম সমুদ্র সমতল থেকে ২৭২ মিটার (৮৯২ ফু) উচুতে অবস্থিত। শহরটির স্থানাঙ্ক হল ১১.৬৮ উত্তর ও ৭৮.১৬ পূর্ব।

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের ভারতের আদম শুমিারি অনুয়ায়ী শহরটির জনসংখ্যা ৮,২৯,২৬৭ জন এবং বৃহত্তর সেলম এর জনসংখ্যা ৯,১৭,৪১৪ জন।শহরটির মোট জনংখ্যার ৫০.৫০ শতাংশ পুরুষ ও ৪৯.৫০ শতাংশ নারী।

পরিবহণ ব্যবস্থা

সম্পাদনা

সেলম শহরটি ছয়টি প্রধান সড়ক দ্বারা গঠিত। সড়ক পথের দ্বারা সেলম শহরটি ব্যাঙ্গালোর, চেন্নাই, কোয়েম্বাটুরকোচি শহরের সঙ্গে সংযুক্ত। সেলম রেলওয়ে স্টেলন দ্বারা শহরটিতে রেল যোগাযোগ সম্পন হয়। এই শহরটিতে একটি বিমানবন্দর রয়েছে। দুটি ফ্লাইটই সেলাম থেকে চেন্নাইতে চালিত হয়। যত তাড়াতাড়ি সম্ভব মুম্বই, কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দরাবাদ এবং বিদেশে বিদেশের দেশের বড় বড় শহরগুলিতে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "My Salem - My Pride"Government of India। ৩০ অক্টোবর ২০১৫। ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. "About Salem"। salem.nic.in। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২০ 
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; 2011census নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. "Primary Census Abstract - Urban Agglomeration"Registrar General and Census Commissioner of India। ১৫ মার্চ ২০১৬ তারিখে মূল (XLS) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৫ 
  5. "About Corporation"। salemcorporation.gov.in। সংগ্রহের তারিখ ৪০-০৯-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)