সাম্যবাদী সংস্থা ( বাংলা: সাম্যবাদী সংস্থা) ছিল ভারতের পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দল । এটি ১৯৫০ সালে বিপ্লবী সমাজতান্ত্রিক দলের পশ্চিমবঙ্গ শাখায় বিভক্ত হওয়ার পরে গঠিত হয়েছিল। সাম্যবাদী সংস্থার নেতৃত্বে ছিলেন প্রমোদ সিনহা রায় এবং এন. সমাজপতি। ১৯৫৪ সালে সংগঠনটি আরও দুটি গ্রুপের সাথে একীভূত হয়ে ইউনাইটেড মার্ক্সবাদী লীগ গঠন করে (পরে নাম পরিবর্তন করে কমিউনিস্ট লীগ)।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sadasivan, S. N. Party and Democracy in India. New Delhi: Tata McGraw-Hill, 1977. pp. 45, 84