সামিনা খালিদ ঘুরকি

পাকিস্তানী রাজনীতিবিদ

সামিনা খালিদ ঘুরকি (Urdu: ثمینہ خالد گرکی; জন্ম ১৩ আগস্ট ১৯৫৬) হচ্ছেন পাকিস্তান পিপলস্ পার্টি (পিপিপি) এর একজন পাকিস্তানি রাজনীতিবিদ। [১]

সামিনা খালিদ ঘুরকি
জাতীয় ইন্টিগ্রেশন এবং ঐতিহ্য মন্ত্রী
কাজের মেয়াদ
২০১২ – ২০১৩
পরিবেশ মন্ত্রী
কাজের মেয়াদ
২০১০ – ২০১২
পাকিস্তান পিপলস্ পার্টির লাহোর শাখার সভাপতি
কাজের মেয়াদ
২০১১ – ২০১৩
পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য
কাজের মেয়াদ
১১ নভেম্বর ২০০২ – ২০১৩
সংসদীয় এলাকাএনএ-১৩০ (লাহোর-১৩)
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1956-08-13) ১৩ আগস্ট ১৯৫৬ (বয়স ৬৭)
লাহোর, পাকিস্তান
জাতীয়তাপাকিস্তান
রাজনৈতিক দলপাকিস্তান পিপলস্ পার্টি (পিপিপি)
দাম্পত্য সঙ্গীখালিদ ঘুরকি
বাসস্থানলাহোর, পাকিস্তান
জীবিকারাজনীতিবিদ
ধর্মইসলাম
ওয়েবসাইটSKG WebSite

ঘুরকির জন্ম ১৯৫৬ সালের ১৩ই আগস্ট লাহোরের পাঞ্জাবের ঘুরকি আরিন পরিবার-এ, এবং ১৯৭৬ সালে লাহোর মহিলা কলেজ-এ তার ডিগ্রি সম্পন্ন করেন।[১] তিনি ২০০২ সালে তার প্রথম মেয়াদে জাতীয় সংসদের সদস্য হন লাহোরের বৃহত্তম এনএ-১৩০ আসন থেকে নির্বাচিত হয়ে। ২০০৮ সালে একই নির্বাচনী এলাকা থেকে তিনি পুনরায় নির্বাচিত হন।[২] তিনি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মন্ত্রিসভায় বিশেষ শিক্ষা বিষয়ক ফেডারেল মন্ত্রী নিযুক্ত হন, প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ।এর মন্ত্রীসভায় পরিবেশ মন্ত্রী এবং পরে জাতীয় ইন্টিগ্রেশন এবং ঐতিহ্য হন।[১]

তিনি খালিদ জাভেদকে বিয়ে করেন, সামিনা দুই ছেলে এবং দুই মেয়ের মা। তার পরিবার ঘুরকি, লাহোর-এ ঘুরকি ট্রাস্ট টিচিং হাসপাতালের অর্থায়ন করেন। তার মৃত স্বামী সাবেক সংসদ সদস্য ছিলেন।[১] রাজনীতিতে পরিবারের অন্যান্য সদস্যরা হলেন ফারুক ঘুরকি (তথ্য ও প্রযুক্তি সম্পর্কিত প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী), আর্শাদ ঘুরকি, মুহাম্মদ ইকবাল ঘুরকি (সাবেক প্রাদেশিক মন্ত্রী)।[১]

মন্ত্রীসভায় থাকাকালীন শিক্ষা, পরিবেশ, স্থানীয় সরকার বিষয়ক বিষয়, সংস্কৃতি ও মহিলা বিষয়ক বিষয়ে কাজ করেছেন । তিনি নিউইয়র্কে মহিলাদের জন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল-এর (ইউএনআইএফইএম) "নারীর বিরুদ্ধে সহিংসতাকে না বলুন" প্রচারণায় স্বাক্ষর করা ৯ জন সাংসদের মধ্যে একজন ছিলেন।[১] তিনি পাকিস্তান পিপলস্ পার্টি পাঞ্জাব মহিলা শাখার সভাপতি নিযুক্ত হন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Curriculum Vitae – Ms. Samina Khalid Ghorki t" (পিডিএফ)United Nations Development Fund for Women (UNIFEM)। ১৯ জুন ২০১৭। ১০ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৭ 
  2. Sumra, Anwer (২৮ এপ্রিল ২০১৩)। "Profiling NA-130: Ghurki's waning popularity gives Gujjar hope"The Express Tribune। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৭ 
  3. Agencies (১৯ জুন ২০১৭)। "Samina Ghurki made PPP Punjab Women Wing president"Daily Times। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৭