সাবরিন শাকা মীম
বাংলাদেশী অভিনেত্রী
সাবরিন শাকা মীম একজন বাংলাদেশী অভিনেত্রী এবং টেলিভিশন সংবাদ উপস্থাপক।[১] ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনি বর্তমানে এটিএন নিউজের একজন সংবাদ উপস্থাপক।
সাবরিন শাকা মীম | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অভিনেত্রী, সংবাদ উপস্থাপক |
পরিচিতির কারণ | নতুন কুঁড়ি (চ্যাম্পিয়ন) |
শিক্ষা এবং কর্মজীবন
সম্পাদনামীম ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে তাঁর শিক্ষা সম্পন্ন করেন। তিনি ১৯৯২ সালে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন।
ব্যক্তিগত জীবন
সম্পাদনামীম ৭ ডিসেম্বর ২০১২ তারিখে শাহরিয়ার আহমেদ সাজিবের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।[২] তার বাবা ডা কে.এস.এম শামীম এবং মা ডা কাওসার পারভীন লিপি দুজনই পেশায় চিকিৎসক। এবং একমাত্র বোন ডা. শারমীন শাকা টুকটুকি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Shah Alam Shazu (ডিসেম্বর ২৭, ২০১৫)। "Small screen stars go big in 2015"। The Daily Star। সংগ্রহের তারিখ এপ্রিল ১৯, ২০১৬।
- ↑ "Actress Meem ties the knot"। The Daily Star। ডিসেম্বর ৭, ২০১২। সংগ্রহের তারিখ এপ্রিল ১৯, ২০১৬।