এটিএন নিউজ
এটিএন নিউজ বাংলাদেশের একটি ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক স্যাটেলাইট চ্যানেল। ‘বাংলার ২৪ ঘণ্টা’ এই স্লোগান নিয়ে চ্যানেলটি আনুষ্ঠানিক যাত্রা করে ২০১০ সালের ৭ জুন। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানী লিমিটেড দ্বারা পরিচালিত বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ ব্যবহার করে এই চ্যানেলটি তার কার্যক্রম পরিচালনা করছে।
এটিএন নিউজ | |
---|---|
উদ্বোধন | ৭ জুন, ২০১০[১] |
মালিকানা | মাল্টিমিডিয়া প্রডাকশন কোম্পানি |
চিত্রের বিন্যাস | এইচডিটিভি |
স্লোগান | বাংলার ২৪ ঘণ্টা |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
প্রচারের স্থান | জাতীয় |
প্রধান কার্যালয় | হাসান প্লাজা ৫৩, কাওরান বাজার বা/এ ঢাকা - ১২১৫ বাংলাদেশ[২] |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | এটিএন বাংলা |
স্ট্রিমিং মিডিয়া | |
atnnewstv | |
www |
এটিএন নিউজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. মাহফুজুর রহমান। টেলিভিশন স্টেশনটির শুরুতে সিইও হিসেবে দায়িত্বে ছিলেন মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, এরপর মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্বে ছিলেন টেলিভিশন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ ও দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মুনীর, পরে স্বল্প সময়ের জন্য সিইও-র দায়িত্ব পালন করেন আবেদ খান। এরপর মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্বে ছিলেন সরকার ফিরোজ। তারা টেলিভিশনটির অগ্রযাত্রায় অন্যন্য ভূমিকা পালন করেন। বর্তমানে এটিএন নিউজের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মো.মোশাররফ হোসেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ATN News goes on air today
- ↑ atnnewstv.com