সাপাহার সরকারি কলেজ

নওগাঁ জেলার একটি সরকারি কলেজ

সাপাহার সরকারি কলেজ রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সাপাহার উপজেলার অন্তর্গত একটি কলেজ[৩]

সাপাহার সরকারি কলেজ
নীতিবাক্যজ্ঞানই শক্তি
ধরনসরকারি
স্থাপিত১৯৭৩
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
আচার্যমোহাম্মদ সাহাবুদ্দিন
অধ্যক্ষপ্রফেসর মোহা:নাজির উদ্দীন (ভারপ্রাপ্ত)[১]
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৩১ জন (প্রায়)
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৩৪ জন (প্রায়)
শিক্ষার্থী৪,০০০ জন (প্রায়)
ঠিকানা,
২৫°১৩′০৬.২″ উত্তর ৮৮°৫৫′২৯.৫″ পূর্ব / ২৫.২১৮৩৮৯° উত্তর ৮৮.৯২৪৮৬১° পূর্ব / 25.218389; 88.924861
শিক্ষাঙ্গনশহুরে
ভাষাবাংলা, ইংরেজি
কলেজ কোড২৪০৬[২]
কলেজ ইআইআইএন১২৩৮২৫
ক্রীড়াফুটবল, ক্রিকেট, ভলিবল
ওয়েবসাইটwww.sapgc.edu.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

সাপাহার সরকারি কলেজ ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে কলেজটি বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ জাতীয়করণ করেন।

অবস্থান

সম্পাদনা

কলেজটি সাপাহার সদর উপজেলা শহরের মধ্যেই অবস্থিত।

অবকাঠামো

সম্পাদনা

সাপাহার সরকারি কলেজ এর ৬ টি ভবন রয়েছে। এছাড়াও একটি মহিলা হোষ্টেল এবং একটি পুরুষ হোষ্টেল রয়েছে। কলেজের ভিতরে সুবিশাল মাঠ, একটি মসজিদ এবং একটি পুকুর রয়েছে।

অনুষদসমূহ

সম্পাদনা

কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শাখায় পড়াশোনা করার সুযোগ রয়েছে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ৪ বছর মেয়াদী স্নাতক পড়ার ও সুযোগ রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০২১-০৯-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১১ 
  2. http://www.nubd.info/college/college.php?code=2406
  3. "সাপাহার সরকারি কলেজ, নওগাঁ - হোম"www.sapgc.edu.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৬