সাপাহার সরকারি কলেজ
নওগাঁ জেলার একটি সরকারি কলেজ
সাপাহার সরকারি কলেজ রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সাপাহার উপজেলার অন্তর্গত একটি কলেজ।[৩]
নীতিবাক্য | জ্ঞানই শক্তি |
---|---|
ধরন | সরকারি |
স্থাপিত | ১৯৭৩ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
আচার্য | মোহাম্মদ সাহাবুদ্দিন |
অধ্যক্ষ | প্রফেসর মোহা:নাজির উদ্দীন (ভারপ্রাপ্ত)[১] |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৩১ জন (প্রায়) |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৩৪ জন (প্রায়) |
শিক্ষার্থী | ৪,০০০ জন (প্রায়) |
ঠিকানা | , ২৫°১৩′০৬.২″ উত্তর ৮৮°৫৫′২৯.৫″ পূর্ব / ২৫.২১৮৩৮৯° উত্তর ৮৮.৯২৪৮৬১° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
ভাষা | বাংলা, ইংরেজি |
কলেজ কোড | ২৪০৬[২] |
কলেজ ইআইআইএন | ১২৩৮২৫ |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, ভলিবল |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনাসাপাহার সরকারি কলেজ ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে কলেজটি বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ জাতীয়করণ করেন।
অবস্থান
সম্পাদনাকলেজটি সাপাহার সদর উপজেলা শহরের মধ্যেই অবস্থিত।
অবকাঠামো
সম্পাদনাসাপাহার সরকারি কলেজ এর ৬ টি ভবন রয়েছে। এছাড়াও একটি মহিলা হোষ্টেল এবং একটি পুরুষ হোষ্টেল রয়েছে। কলেজের ভিতরে সুবিশাল মাঠ, একটি মসজিদ এবং একটি পুকুর রয়েছে।
অনুষদসমূহ
সম্পাদনাকলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শাখায় পড়াশোনা করার সুযোগ রয়েছে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ৪ বছর মেয়াদী স্নাতক পড়ার ও সুযোগ রয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০২১-০৯-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১১।
- ↑ http://www.nubd.info/college/college.php?code=2406
- ↑ "সাপাহার সরকারি কলেজ, নওগাঁ - হোম"। www.sapgc.edu.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৬।
বাংলাদেশের শিক্ষা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |