সানিয়াতুল উকাব যুদ্ধ

ছানিয়াতুল উকাব যুদ্ধ (আরবি: معركة ثنية العقاب) ৬৩৪ সালে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে দামেশকে অবরুদ্ধ মুসলিম সৈন্যদেরকে মুক্ত করার জন্য বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস প্রেরিত বাইজেন্টাইন বাহিনীর বিরুদ্ধে সংঘটিত হয়েছিল। যুদ্ধের কৌশল হিসেবে, খিলাফত বাহিনী দামেস্ক শহরকে অন্য অঞ্চল থেকে আলাদা করার পরিকল্পনা করেছিলেন। খালিদ উর দক্ষিণে প্যালেস্টাইনের পথে এবং উত্তরে দামেস্ক - এমেসা রাস্তায় এবং দামেস্কের প্রতি রুটে বেশ কয়েকটি ছোট সৈন্যদল প্রেরণ করেন। এসব ছোট ছোট দলের মাধ্যমে হেরাক্লিয়াসের বিভিন্ন শহর থেকে সৈন্য প্রেরণের পরিকল্পনায় বাঁধা দেয়া হয়। [১]

ছানিয়াতুল উকাব যুদ্ধ
মূল যুদ্ধ: খালিদ বিন ওয়ালিদের অভিযানসমূহ
তারিখ৬৩৪
অবস্থান
আল কুতায়ফার পাশে, দামেশক, সিরিয়া
ফলাফল মুসলমানদের বিজয়
বিবাদমান পক্ষ
খুলাফায়ে রাশেদীন বাইজেন্টাইন সাম্রাজ্য
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
খালিদ বিন ওয়ালিদ অজ্ঞাত


তথ্যসূত্র সম্পাদনা