সাদী মোহাম্মদ
সাদি মহাম্মদ হলেন একজন বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সুরকার।[১] তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক।[২][৩][৪]
সাদি মহাম্মদ | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | গায়ক |
আত্মীয় | শিবলী মোহাম্মদ (ভাই) |
শিক্ষা ও কর্মজীবনসম্পাদনা
সাদি মহাম্মদ রবীন্দ্রসঙ্গীতের ওপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।[৩]
২০০৭ সালে আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন।[১] ২০০৯ সালে তার শ্রাবণ আকাশে ও ২০১২ সালে তার সার্থক জনম আমার অ্যালবাম প্রকাশিত হয়।[৫][৬]
এছাড়াও তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে কর্মরত আছেন।[২][৩][৪]
পুরস্কারসম্পাদনা
২০১২ সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে চ্যানেল আই।[৭] ২০১৫ সালে বাংলা একাডেমী তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করে।[৮]
ব্যক্তিগত জীবনসম্পাদনা
১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তি হত্যা করে তার বাবা সলিমুল্লাহকে।[৯][১০] তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের নামকরণ করা হয়েছে। সাদি মহাম্মদের ভাই শিবলী মোহাম্মদ বাংলাদেশের একজন নৃত্যশিল্পী।[৯][১১]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "Sadi Mohammad's latest endeavour"। The Daily Star। ১ জুন ২০০৭। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৬।
- ↑ ক খ "গানে গানে বসন্ত বরণ করবে রবিরাগ"। প্রথম আলো। ১০ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৯।
- ↑ ক খ গ "Through the eyes of Sadi Mohammad"। The Daily Star। ২০১৭-০২-০৪। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৬।
- ↑ ক খ "Celebrating the day of love with Rabindra Sangeet"। The Daily Star। ১৬ ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৬।
- ↑ "Rabiraag observes Tagore death anniversary"। The Daily Star। ১০ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৬।
- ↑ "Where the poem ends and song begins"। The Daily Star। ১১ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৬।
- ↑ "Channel i honours Sadi Mohammad"। The Daily Star। ৯ মে ২০১২। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৬।
- ↑ "Rabindra Award-2015"। The Daily Star। ১৩ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৬।
- ↑ ক খ "Memories of their martyred father"। The Daily Star। ১৬ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "'শেষবারের মতো দেখলাম বাবার রক্তাক্ত নিথর দেহটা রাস্তায় পড়ে আছে'"। বাংলানিউজ২৪.কম। ৯ ডিসেম্বর ২০১০। ১৬ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৯।
- ↑ "Through the eyes of Shibli Mohammad"। The Daily Star। ২২ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৬।