তানপুরা
তানপুরা (ইংরেজি: Tanpura) হচ্ছে একধরনের তার বিশিষ্ট যন্ত্র, যা বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এই বাদ্যযন্ত্রটি পৃথিবীর বেশ কিছু অঞ্চলে দেখা যায়। এগুলো হচ্ছে বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বুলগেরিয়া এবং ভারত । ভারত ছাড়া অন্যান্য অঞ্চলে এটি ল্যূটজাতীয় প্লাক যন্ত্র হিসেবে দেখা যায়। কিন্তু ভারতে তানপুরার ধরন বা আকৃতি অনেকটা সেতারের মত । দক্ষিণ ভারতে তাম্বুরা এবং অন্যান্য অঞ্চল ও বাংলাদেশে এটা তানপুরা হিসেবে পরিচিত। এই অঞ্চলে তানপুরা মূলত উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গতকারী বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয় । ইতিহাসে উল্লেখিত আছে আকবরের রাজসভায় এমন বাদ্যযন্ত্র তানসেন (English: Tansene) বাজাতেন।৷ তানপুরা সংগীতের জন্য খুবি গুরুত্বপূর্ণ একটি বাদ্যযনত্র
গঠনসম্পাদনা
সেতারের মত দেখতে। নিচের অংশটি তুলনামূলক গোল আর ফাঁপা হয়। লাউয়ের তুম্বার উপরে একটি ডান্ডি যুক্ত করে তাতে চারটি তার লাগিয়ে তানপুরা তৈরি করা হয় ।
তথ্যসূত্রসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |