সাতবাড়ীয়া শাহী মসজিদ
কুষ্টিয়া জেলার মসজিদ
সাতবাড়ীয়া শাহী মসজিদ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় অবস্থিত মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে (১৬৫৮-১৭০৭) নির্মিত একটি মসজিদ। এটি ভেড়ামারা উপজেলার প্রথম মসজিদ হিসেবে পরিচিত।
সাতবাড়ীয়া শাহী মসজিদ | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
জেলা | কুষ্টিয়া জেলা |
অবস্থান | |
অবস্থান | সাতবাড়ীয়া, ভেড়ামারা উপজেলা |
দেশ | ![]() |
স্থাপত্য | |
স্থাপত্য শৈলী | মুঘল স্থাপত্য |
প্রতিষ্ঠার তারিখ | আওরঙ্গজেবের শাসনামলে (১৬৫৮-১৭০৭) |
বিনির্দেশ | |
ধারণক্ষমতা | ৩১৫ জন |
গম্বুজসমূহ | ৩টি |
মিনার | ৪টি |
ইতিহাস
সম্পাদনামসজিদটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে (১৬৫৮-১৭০৭) নির্মিত। মসজিদটিতে কোনো শিলালিপি না পাওয়ায় এর সঠিক নির্মাণ সাল জানা যায় না।
গঠনশৈলী
সম্পাদনামসজিদটি অনেকবার সংস্কার করা হয়েছে। প্রাচীন মসজিদের পূর্বদিক বর্ধিত করে দ্বিতল করা হয়েছে। নির্মাণের জন্য উপকরণ হিসেবে ছোট ছোট পাতলা ইট, চুন-সুরকি ব্যবহার করা হয়েছে। যেমনটা স্বস্তিপুর শাহী মসজিদে করা হয়েছে।
গ্রন্থপঞ্জিকা
সম্পাদনা- ড. মুহাম্মদ এমদাদ হাসনায়েন; ড. সারিয়া সুলতানা (২০২০)। ধর্মীয় ইতিহাস স্থাপত্যে কুষ্টিয়া। ৭/৩খ সাহিত্যিক মীর মশাররফ হোসেন সড়ক, কুষ্টিয়া ৭০০০: কন্ঠধ্বনি প্রকাশনী। পৃষ্ঠা ৯১, ৯২। আইএসবিএন 978-984-94435-0-6।
- মোঃ রেজাউল করিম (ডিসেম্বর ২০২২)। কুষ্টিয়ার প্রত্ননিদর্শন। ৩৮/২ক বাংলাবাজার, ঢাকা ১১০০: গতিধারা। পৃষ্ঠা ১৪৮, ১৪৯। আইএসবিএন 978-984-8950-41-8।