সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন
যশোর জেলায় অবস্থিত একটি বিদ্যালয়
সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন হল যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি কবি মাইকেল মধুসূদন দত্ত-এর নামানুসারে প্রতিষ্ঠিত। কবির পৈতৃক বাড়ির সম্মুখে ১৯৪৪ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয়।[১]
সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | অর্ধ-সরকারি |
প্রতিষ্ঠাকাল | ১৯৪৪ |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর |
অধ্যক্ষ | শ্যামল কুমার চৌধুরী |
শ্রেণি | ৬ষ্ঠ-১০ম |
শিক্ষার্থী সংখ্যা | ১,৫০০ |
অবস্থান
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠানটি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে অবস্থিত।[২]
ইতিহাস
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠানটি কবি মাইকেল মধুসূদন দত্ত-এর নামানুসারে প্রতিষ্ঠিত। কবির পৈতৃক বাড়ির সম্মুখে ১৯৪৪ সালে এটি স্থাপিত হয়।[৩]
কার্যক্রম ও পরিবেশ
সম্পাদনাবিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। বিদ্যালয়টিতে অনেক গুলা ক্লাব আছে সহশিক্ষা এর জন্য, এর ভিতর ডিবেট ক্লাব , বিজ্ঞান ক্লাব অন্যতম |
কৃতিত্ব
সম্পাদনাবিদ্যালয় উপজেলার শিক্ষা প্রদান ও অন্যান্য ভূমিকা পালন করছে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের সভাপতি ওলিয়ার রহমান"। Daily Spandan। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৩।
- ↑ "সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ – অপরাজেয় বাংলা" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৩।
- ↑ "সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষক সদস্য নির্বাচনে দুই প্রার্থী নিয়ে ফুঁসে উঠেছে স্থানীয়রা - Time Vision 24"। Time Vision 24 (ইংরেজি ভাষায়)। ২০২২-১০-০১। ২০২২-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৩।