সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজ

কুষ্টিয়া জেলার কলেজ

সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার একটি কলেজ। কলেজটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষা সপ্তাহ ২০২৪-এ কুষ্টিয়া জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে।[২][১]

সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজ
ধরনএমপিওভুক্ত কলেজ
স্থাপিত১৯৯৯; ২৫ বছর আগে (1999)[১]
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষআলহাজ্ব রবিউল ইসলাম[২]
ঠিকানা,
২৩°৫৭′০৩″ উত্তর ৮৮°৫৭′১৮″ পূর্ব / ২৩.৯৫০৭৪৭১° উত্তর ৮৮.৯৫৪৯০৪১° পূর্ব / 23.9507471; 88.9549041
মানচিত্র

অবস্থান

সম্পাদনা

কলেজটি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের সদর দপ্তর সাগরখালী গ্রামে অবস্থিত। মিরপুর উপজেলা সদর থেকে কলেজটির দুরত্ব প্রায় ৬.৪ কিলোমিটার।

বিভাগসমূহ

সম্পাদনা

কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যশোর বোর্ডের অধীনে ৩টি বিভাগ রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ০২ ধরনের ডিগ্রি কোর্স ও অনার্সে ০২ টি বিষয় রয়েছে।[৩]

ডিগ্রি নং বিষয়
এইচএসসি ০১ বিজ্ঞান
০২ মানবিক
০৩ বানিজ্য
ডিগ্রি (পাস) ০৪ বি.এ.
০৫ বি.এস.এস.
অনার্স ০৬ সমাজবিজ্ঞান
০৭ ব্যবস্থাপনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. উপজেলা প্রতিনিধি, মিরপুর (২০২৩-১১-২৬)। "মিরপুর উপজেলার সেরা প্রতিষ্ঠান সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজ"শিক্ষা বার্তা। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৭ 
  2. প্রতিনিধি, কুষ্টিয়া (২০২৪-০৫-০৯)। "কুষ্টিয়ার মিরপুরের সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজ আবারও জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত"দৈনিক বাংলার নবকন্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৭ 
  3. "Sagorkhali Adarsha Degree College"জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৭