সাউথ পয়েন্ট স্কুল

কলকাতার গড়িয়াহাটে অবস্থিত একটি সিবিএসই বোর্ডের বিদ্যালয়
(সাউথ পয়েন্ট স্কুল (ভারত) থেকে পুনর্নির্দেশিত)

সাউথ পয়েন্ট স্কুল যা সাউথ পয়েন্ট হাই স্কুল নামেও পরিচিত; কলকাতার প্রথম সমবায় শিক্ষাগত স্কুল। স্কুলটি ১৯৫৪ সালে চালু হয় তথা ১৯৬০ সাল থেকে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা প্রদান শুরু করে। কিছু সময় পর স্কুলটি দুটি ভবনে বিভক্ত হয় যায় এবং ১৯৮০ সালে সাউথ পয়েন্টের উচ্চ বিদ্যালয় বা হাই স্কুলটি বালিগঞ্জ প্লেসে স্থানান্তরিত হয়। সাউথ পয়েন্ট স্কুল পঠন পাঠনের দৃঢ় বুনিয়াদ এবং প্রভূত কৃতী প্রাক্তন ছাত্র-ছাত্রী বৃন্দের জন্য উল্লেখ্য। সাউথ পয়েন্ট স্কুল (জুনিয়র এবং সিনিয়র ডিভিশন দুটোই মিলিয়ে) বিশ্ব গিনেস বুক অফ রেকর্ডসে বিশ্বের বৃহত্তম শিক্ষাগত প্রতিষ্ঠান হিসেবে ১৯৮৪ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত নিজের জায়গা করে নেয়।[তথ্যসূত্র প্রয়োজন] এম.পি বিড়লা গ্রুপের বিদ্যমান সাউথ পয়েন্ট স্কুলে - যা কিছুদিন আগে পর্যন্ত আর.এস. লোধা দ্বারা পরিচালিত ছিল - প্রায় ১৩,৫০০-এর চেয়েও বেশি ছাত্র-ছাত্রীরা অধ্যয়ন করে এজন্যেই এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্কুল বলে মনে করা হয়েছে।

সাউথ পয়েন্ট গ্রুপ অফ স্কুল্​স, কলকাতা
ঠিকানা
মানচিত্র
শিক্ষা সোসাইটি -
নিবন্ধিত অফিস: বিড়লা বিল্ডিং, ৯/১ আরএন মুখার্জি রোড, কলকাতা - ৭০০০০১
শাখা কার্যালয়: ১৬, ম্যাণ্ডেভিল গার্ডেন্স, কলকাতা - ৭০০০১৯


১৬, ম্যাণ্ডেভিল গার্ডেন্স
কলকাতা - ৭০০০১৯, পশ্চিমবঙ্গ, ভারত (জুনিয়র স্কুল)


৮২/৭A বালিগঞ্জ প্লেস
কলকাতা - ৭০০০১৯ পশ্চিমবঙ্গ, ভারত (হাই স্কুল)[১]
তথ্য
ধরনবেসরকারী স্কুল
নীতিবাক্যজানবার সাহস (Courage to Know)
প্রতিষ্ঠাকাল১ এপ্রিল, ১৯৫৪
প্রতিষ্ঠাতাসতীকান্ত গুহ
পরিচালকডঃ মধু কোহলি (জুনিয়ার স্কুল)
উপাধ্যক্ষডালবীর কৌর চাড্ডা (জুনিয়র স্কুল)
অধ্যক্ষরূপা সান্যাল ভট্টাচার্য
অনুষদ৩০০ (জুনিয়র স্কুল)
২৭৫ (হাই স্কুল)[২]
শিক্ষকমণ্ডলী১৫০ (জুনিয়র স্কুল)
১৭৫ (হাই স্কুল)[২]
শ্রেণীনার্সারি I থেকে পঞ্চম শ্রেণী অবধি (জুনিয়র স্কুল)
ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত
শিক্ষার্থী সংখ্যা১৩,৫০০[৩]
রং     গাঢ় নীল রং
     সুবর্ণ
     সাদা
প্রকাশনানার্সারির বই, গানের বই তথা সিডি[৪](জুনিয়র স্কুল),
রাইট্ִ নাও (একটি হাই স্কুল ওয়াল পত্রিকা)
এসেন্ট (স্কুল পত্রিকা),
পয়েন্টার (স্কুল নিউজলেটার)
অন্তর্ভুক্তিপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদপশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, সিবিএসই
ওয়েবসাইটhttp://southpoint.edu.in/

ভবিষ্যতে, সাউথ পয়েন্ট গ্রুপের কলকাতা শহরে রাজারহাট ও রুবি জেনারেল হাসপাতালের মাঝামাঝি একটি তৃতীয় অনুরূপ ক্ষমতার ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

স্কুল-ঘর বা হাউস সম্পাদনা

নিচে, সাউথ পয়েন্ট স্কুলের বিভিন্ন ঘর বা হাউস ও তাদের নিজ-নিজ রঙের উল্লেখ করা হয়েছে:

উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র সম্পাদনা

  • অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ, অধ্যাপক, এমআইটি।
  • সৌরভ বাগচী , কম্পিউটার সায়েন্সের অধ্যাপক, পারডু ইউনিভার্সিটি , ACM, IFIP, IEEE বিশিষ্ট বিজ্ঞানী, হামবোল্ট ফেলো
  • ঋতব্রত ব্যানার্জী, রাজনীতিবিদ, রাজ্যসভার সদস্য, ভারত
  • তন্ময় বোস , তালবাদক এবং তবলা বাদক
  • সুপ্রিয়া চৌধুরী , ইংরেজি সাহিত্যের পণ্ডিত
  • অরূপ চ্যাটার্জি , ডাক্তার, লেখক ও সমালোচক
  • সুমিত রঞ্জন দাস , উচ্চ শক্তির পদার্থবিদ এবং শান্তি স্বরূপ ভাটনগর বিজয়ী
  • শাশ্বতা চ্যাটার্জি , সমালোচকদের প্রশংসিত অভিনেতা
  • স্বরূপ দত্ত , অভিনেতা
  • অভীক ঘোষ , রসায়নবিদ, অধ্যাপক, এবং আজীবন অবদানের জন্য হান্স ফিশার ক্যারিয়ার পুরস্কার (2022) বিজয়ী
  • ঋতুপর্ণ ঘোষ , জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা
  • শমীক ঘোষ , সাহিত্য আকাদেমি যুব পুরস্কার (২০১৭; ভারত সরকার) বিজয়ী বাঙালি লেখক
  • প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাঙালি অভিনেতা এবং বঙ্গ বিভূষণ (পশ্চিমবঙ্গ সরকার) পুরস্কারপ্রাপ্ত
  • প্রতিম দাশগুপ্ত, চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র নির্মাতা
  • বৌদ্ধায়ন মুখার্জি , চলচ্চিত্র নির্মাতা
  • সৃজিত মুখোপাধ্যায়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা এবং চিত্রনাট্যকার
  • বেদব্রত পাইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা, বিজ্ঞানী ও উদ্ভাবক।
  • সন্দীপ রায়, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ( সত্যজিৎ রায়ের পুত্র)
  • অমিতাভ রায়চৌধুরী, শান্তি স্বরূপ ভাটনগর বিজয়ী পদার্থবিদ। অধ্যাপক ইমেরিটাস, পদার্থবিদ্যা বিভাগ,কলকাতা বিশ্ববিদ্যালয়।
  • অনুরাধা রায় , একজন প্রশংসিত লেখক যার বই 'স্লিপিং অন জুপিটার' ২০১৫ সালের ম্যান বুকার পুরস্কারের জন্য দীর্ঘ তালিকাভুক্ত ছিল
  • সুচরিত সরকার , গণিতবিদ
  • সুব্রত সেন , চলচ্চিত্র নির্মাতা
  • ঋদ্ধি সেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা।
  • অভিজিৎ মুখোপাধ্যায়, শান্তি স্বরূপ ভাটনগর (পুরস্কার) বিজয়ী ভূ-বিজ্ঞানী।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Contact Us"। South Point School। ৫ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১২ 
  2. "Faculty"। South Point School। ৫ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১২ 
  3. "Welcome"। South Point School। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১২ 
  4. "Nursery Books" (পিডিএফ)। South Point School। ১৫ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১২