সাইফুর রহমান ত্বকী

বাংলাদেশের কুরআনের হাফেজ

সাইফুর রহমান ত্বকী বাংলাদেশি একজন কুরআনের হাফেজ ও কুরআন তিলাওয়াতে আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ব্যক্তি।[১][২] ২০১৫ সালে জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান, ২০১৬ সালে বাহরাইনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয় ও ২০১৭ সালে কুয়েত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৮ম আসরে ৩০ পারা হেফজ ক্যাটাগরিতে ২য় স্থান দখল করে।[৩] এছাড়াও তিনি ২০১৯ সালে জর্ডান আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ১ম স্থান দখল করে।[৪] তিনি ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।[৫]

সাইফুর রহমান ত্বকী
জন্ম
শাহবাজপুর গ্রাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা
জাতীয়তা বাংলাদেশ
শিক্ষামারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা
কর্মজীবন২০১৫ –বর্তমান
পরিচিতির কারণআন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কুরআন মুখস্তকারী
টেলিভিশনএনটিভি
পিতা-মাতা
  • মাওলানা বদিউল আলম (পিতা)

জীবনী সম্পাদনা

সাইফুর রহমান ত্বকী ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা বদিউল আলম, তিনি নাদিয়াতুল কুরআন হাফেজিয়া নূরানী মাদ্রাসা নামে একটি স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং রামপুরা বায়তুল আমান জামে মসজিদের খতিব।[৬] ত্বকী বর্তমানে ক্বারী নেছার আহমদ আন-নাছিরীর পরিচালিত ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় পড়াশোনা করছে।[৫] ত্বকী ২০১৪ সালে এনটিভির পিএইচপি কুরআনের আলো প্রোগ্রামে অংশগ্রহণ করে, এবং ৩০ হাজার প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান দখল করে।[৭]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "হাফেজ ত্বকীর বিশ্বজয়ের গল্প"আওয়ার ইসলাম। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৪ 
  2. "কুয়েতের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হাফেজ ত্বকী দ্বিতীয়"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৪ 
  3. "বিমানবন্দরে সংবর্ধিত বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী"আওয়ার ইসলাম। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৯ 
  4. "বিশ্বসেরা হাফেজ ত্বকীকে এনটিভির অভিনন্দন"NTV Online (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-২৫। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৯ 
  5. "জর্ডান হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ হোসাইন"Barta24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৪ 
  6. "জর্ডানে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ সাইফুর"Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৪ 
  7. "কুয়েত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় সাইফুর রহমান ত্বকী নির্বাচিত"DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৯