আল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার তালিকা
আল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা হলো পবিত্র কুরআনকে সুমধুরভাবে তিলাওয়াত, মুখস্থ তিলাওয়াত, অর্থ বুঝে তিলাওয়াত, যে কোন আয়াতের পরের অংশ থেকে তিলাওয়াত প্রভৃতি ইভেন্টের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা বিভিন্ন দেশের অভ্যন্তরে আয়োজিত হয়ে থাকে, আবার আন্তর্জাতিক পর্যায়েও আয়োজিত হয়ে থাকে। মধ্যপ্রাচ্যের অনেকগুলো মুসলিম দেশ এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে।[১] বাংলাদেশ প্রতিবছর এসব আয়োজনে অংশগ্রহণ করে এবং সাফল্যের স্বাক্ষর রেখেছে।[২]
আল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা | |
---|---|
প্রদানের কারণ | কুরআন তিলাওয়াত, আবৃত্তি ও ক্বারীয়ানা তিলাওয়াত |
আল কুরআনের আন্তর্জাতিক ও আঞ্চলিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার তালিকা:
আন্তর্জাতিক প্রতিযোগিতা
সম্পাদনাআঞ্চলিক প্রতিযোগিতা
সম্পাদনাআয়োজনের নাম | শুরুর সাল | আয়োজক |
---|---|---|
বাদশাহ সালমান কুরআন ও সুন্নাহ প্রতিযোগিতা | ২০০২ | সৌদি আরব |
সুলতান কাবুস পবিত্র কুরআন প্রতিযোগিতা | ১৯৯২ | ওমান |
ন্যাশনাল গার্ডে পবিত্র কোরআনের সেবা (সৌদি আরব) | সৌদি আরব | |
পিএইচপি কুরআনের আলো | পিএইচপি ফ্যামিলি, বাংলাদেশ | |
হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব | তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, বাংলাদেশ | |
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা (বাংলাদেশ) | হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, বাংলাদেশ | |
অল ইন্ডিয়া কিরাত প্রতিযোগিতা | ভারত | |
ইয়েমেন জাতীয় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা | ইয়েমেন |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কোরআন প্রতিযোগিতায় পুরস্কার ২৭ কোটি টাকা!"। banglanews24.com। ২০১৯-০৭-১৮। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৮।
- ↑ লেখা। "কাতারে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশিদের জয়জয়কার"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৮।