পিএইচপি ফ্যামিলি (পূর্বে পিএইচপি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ) চট্টগ্রামভিত্তিক একটি বাংলাদেশী শিল্প প্রতিষ্ঠান।[][][] এটি ১৯৬৯ সালে সুফি মুহাম্মদ মিজানুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত হয়। মিজানুর রহমান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। []

পিএইচপি ফ্যামিলি
প্রাক্তন নামপিএইচপি গ্রুপ
ধরনপ্রাইভেট
শিল্পমাল্টি
প্রতিষ্ঠাকাল১৯৬৯ সালে, চট্টগ্রাম, বাংলাদেশ
প্রতিষ্ঠাতাসুফি মিজানুর রহমান
সদরদপ্তর,
অধীনস্থ প্রতিষ্ঠানপিএইচপি কোল্ড রোলিং মিলস লিমিটেড,

পিএইচপি স্টিলস লিমিটেড, পিএইচপি ইস্পাত লিমিটেড, পিএইচপি কনটিনিউস গ্যালভানাইজিং মিলস লিমিটেড, পিএইচপি এনওএফ কনটিনিউস গালভাইজিং মিলস লিমিটেড, পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রি-সাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পিএইচপি পাওয়ার জেনারেশন প্ল্যান্ট লিমিটেড, পিএইচপি পাওয়ার কোম্পানি লিমিটেড, পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ, পিএইচপি অ্যাগ্রো পণ্য লিমিটেড, পিএইচপি কর্পোরেশন লিমিটেড, পিএইচপি ওভারসিজ লিমিটেড, বিএওয়াই টার্মিনাল অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পিএইচপি পেট্রো রিফাইনারি লিমিটেড, পিএইচপি স্টক ও সিকিউরিটিজ লিমিটেড, পিএইচপি কটন মিলস লিমিটেড, পিএইচপি স্পিনিং মিলস লিমিটেড, পিএইচপি রটার স্পিনিং মিলস লিমিটেড, পেলিকান প্রপার্টিজ লিমিটেড, দিনা কোল্ড স্টোরেজ লিমিটেড, পিএইচপি লাটেক্স ও রাবার পণ্য লিমিটেড, পিএইচপি ফিশারিজ লিমিটেড, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সস, আলহাজ্ব সুফি মোহাম্মদ দায়েম উদ্দিন হাসপাতাল,

পিএইচি অটোমোবাইলস লিমিটেড,
ওয়েবসাইটphpfamily.co

১৯৬৯ সাল থেকে মিজানুর রহমান ছোট ব্যবসায় যুক্ত হন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর তিনি পুরোপুরি ব্যবসা শুরু করেন।[] প্রথমে পণ্য আমদানি করে দেশীয় বাজারে বিক্রির মাধ্যমে কাজ শুরু করলেও পরে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ড প্রতিষ্ঠা করেন যেখানে পুরোনো জাহাজের আসবাবপত্র বিক্রি করা হতো। ১৯৮২ সালে রি-রোলিং মিল এবং ১৯৮৪ সালে ‘মংলা ইঞ্জিনিয়ার্স ওয়ার্কস’ নামে দেশের প্রথম বিলেট তৈরির কারখানা প্রতিষ্ঠা করেন।[] ১৯৮৬ সালে ঢাকাতে ‘পিএইচপি রানী মার্কা ঢেউটিন’ নামে একটি ঢেউটিন কারখানা প্রতিষ্ঠা করেন।[] এরপর আরো বিভিন্ন খাতে বিনোয়োগ করা শুরু করেন। পরবর্তীতে তিনি সকল প্রতিষ্ঠান পিএইচপি গ্রুপের অধীনে নিয়ে আসেন। বর্তমানে গ্রুপটির অধীনে ২৯টির বেশি কোম্পানি রয়েছে।[]

গ্রুপের অধীন প্রতিষ্ঠান

সম্পাদনা
  • পিএইচপি কোল্ড রোলিং মিলস লিমিটেড
  • পিএইচপি স্টিলস লিমিটেড
  • পিএইচপি ইস্পাত লিমিটেড
  • পিএইচপি কনটিনিউস গ্যালভানাইজিং মিলস লিমিটেড
  • পিএইচপি এনওএফ কনটিনিউস গালভাইজিং মিলস লিমিটেড
  • পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রি-সাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড
  • পিএইচপি পাওয়ার জেনারেশন প্ল্যান্ট লিমিটেড
  • পিএইচপি পাওয়ার কোম্পানি লিমিটেড
  • পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ
  • পিএইচপি অ্যাগ্রো পণ্য লিমিটেড
  • পিএইচপি কর্পোরেশন লিমিটেড
  • পিএইচপি ওভারসিজ লিমিটেড
  • বিএওয়াই টার্মিনাল অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
  • পিএইচপি পেট্রো রিফাইনারি লিমিটেড
  • পিএইচপি স্টক ও সিকিউরিটিজ লিমিটেড
  • পিএইচপি কটন মিলস লিমিটেড
  • পিএইচপি স্পিনিং মিলস লিমিটেড
  • পিএইচপি রটার স্পিনিং মিলস লিমিটেড
  • পেলিকান প্রপার্টিজ লিমিটেড
  • দিনা কোল্ড স্টোরেজ লিমিটেড
  • পিএইচপি লাটেক্স ও রাবার পণ্য লিমিটেড
  • পিএইচপি ফিশারিজ লিমিটেড
  • ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সস
  • আলহাজ্ব সুফি মোহাম্মদ দায়েম উদ্দিন হাসপাতাল
  • পিএইচি অটোমোবাইলস লিমিটেড (পিএইচপি অটোমোবাইলস লিমিটেড পিএইচপি ফ্যামিলির একটি অংশ যা প্রোটন পিএইচপি হিসাবে ২০১৭ সাল থেকে প্রোটন কার উৎপাদন শুরু করেছে, অটোমোবাইল ছাড়াও, কোম্পানি মোটরবাইক উৎপাদন।[][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "PHP plans to invest Tk 31,600cr in steel plant"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৫ আগস্ট ২০১৮। 
  2. Star Business Desk (১৮ মার্চ ২০১৬)। "Epyllion Group, PHP Family awarded for CSR efforts"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৮ 
  3. "PHP-assembled Proton cars hit market"New Age | The Outspoken Daily (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৮ 
  4. Rahman, Sajjadur (১৯ মার্চ ২০১৫)। "PHP to assemble Proton cars locallyPHP to assemble Proton cars locally"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৮ 
  5. "ব্যাংকার-থেকে-গ্রুপ-অব-কোম্পানির-মালিক"একুশে টিভি। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২০ 
  6. "সুফি মিজানুর রহমান ও পিএইচপি পরিবার | পথিকৃত্ | The Daily Ittefaq"ইত্তেফাক। ৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২০ 
  7. "PHP brings new motorcycles"Daily Sun। ৭ মে ২০১৬। ১৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "Total list of companies - PHP Family"phpfamily.co (ইংরেজি ভাষায়)। ২১ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৮ 
  9. "PHP producing first ever vehicles in Bangladesh"The New Nation (ইংরেজি ভাষায়)। ২৭ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৮