মিশর আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা
মিশর আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা হলো একটি আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা।[১] এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটি মিশর সরকার প্রতিবছর হিজরি নববর্ষ অনুসারে আয়োজন করে থাকে।[২] ১৯৯৩ সাল থেকে প্রতিবছর ৬৬টি দেশের সক্রিয় অংশগ্রহণে এই আয়োজনটি নিয়মিতভাবে মিশরের রাজধানী কায়রোতে আয়োজিত হয়ে আসছে।[৩] মিশরের ধর্ম মন্ত্রণালয় উদ্যোগে ও আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সমঝোতায় এই আয়োজনটি বাস্তবায়িত হয়ে থাকে।[৪]
মিশর আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা | |
---|---|
প্রদানের কারণ | কুরআন তিলাওয়াত |
পৃষ্ঠপোষক |
|
তারিখ | ১৯৯৩ |
দেশ | মিশর |
প্রথম পুরস্কৃত | ১৯৯৩ |
আয়োজনের উদ্দেশ্য
সম্পাদনামিশরে আয়োজিত এই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ও পুরস্কারের উদ্দেশ্য হলো আল্লাহর কুরআন পরিবেশন করা এবং খেদমতি কাজের মাধ্যমে কুরআনের কার্যক্ষমতার সাধারণ স্তরকে উন্নিত করা।[৫]
- মিশরের তরুণ প্রজন্মকে তাদের ধর্মের প্রতি অনুপ্রাণিত করা এবং তাদের ইসলামি বিশ্বাস, কাজ ও কর্মকে তাদের লক্ষ্যের প্রতি নিবিষ্ট করানো।
- কুরআন মুখস্থ করার ক্ষেত্রে প্রতিযোগিতার মনোভাব তৈরি করা এবং মুখস্থ ও তেলাওয়াতের জন্য আরও প্রচেষ্টা এবং সময়কে উৎসাহিত করা।
- ইসলামি বিশ্বে মিশরকে কুরআন তেলাওয়াতের আয়োজনে সামনে নিয়ে আসা।
- রাষ্ট্রের ইসলামি চেহারা তুলে ধরা, ইসলামি বিশ্বের জনগণের সেবায় এর ভূমিকার উপর জোর দেওয়া, ইসলামি মূল্যবোধের উপর জোর দেওয়া এবং জীবনে এর ভূমিকার গুরুত্ব উপলব্ধি করানো।
- কুরআন তেলাওয়াত যেনো বৃদ্ধি পায়, কুরআনের প্রতি যেনো মানুষের ভালোবাসা ও আবেগ বৃদ্ধি পায় সেই প্রচেষ্টা।
প্রতিযোগিতার পুরস্কার
সম্পাদনাএই কুরআন প্রতিযোগিতার মোট পুরস্কার দেয়া হবে ১০ লাখ ২০ হাজার পাউন্ড।
আন্তর্জাতিক প্রতিযোগিতা
সম্পাদনা- প্রথম বিভাগ: তাফসির ও মাফাহিমসহ সম্পূর্ণ কুরআন মুখস্থ
প্রথম পুরস্কার: ১ লাখ ৮০ হাজার পাউন্ড।
দ্বিতীয় পুরস্কার: ১ লাখ ২০ হাজার পাউন্ড।
তৃতীয় পুরস্কার: ৯০ হাজার পাউন্ড।
- দ্বিতীয় বিভাগ: সম্পূর্ণ কুরআন মুখস্থ (সুললিত কণ্ঠে তেলাওয়াত)
প্রথম পুরস্কার: ১ লাখ ৫০ হাজার পাউন্ড।
দ্বিতীয় পুরস্কার: ১ লাখ ২০ হাজার পাউন্ড।
তৃতীয় পুরস্কার: ৯০ হাজার পাউন্ড।
- তৃতীয় বিভাগ: সম্পূর্ণ কুরআন হেফজ (যুবকদের জন্য)
প্রথম পুরস্কার: ১ লাখ ২০ হাজার পাউন্ড।
দ্বিতীয় পুরস্কার: ৮০ হাজার পাউন্ড।
তৃতীয় পুরস্কার: ৭০ হাজার পাউন্ড।
জাতীয় প্রতিযোগিতা
সম্পাদনাএই আয়োজনের জাতীয় কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে ১ লাখ ৪৬ হাজার পাউন্ড। অর্থাৎ এই প্রতিযোগিতায় শুধু মিশরের বাসিন্দাগণ অংশগ্রহণ করতে পারবে।
- প্রথম বিভাগ: সম্পূর্ণ কুরআন হেফজ
১ম-১০ম পুরস্কার: ৩ হাজার পাউন্ড।
১১তম-৩০তম পুরস্কার: ২ হাজার পাউন্ড।
৩১তম-৪০তম পুরস্কার: ১.৫ হাজার পাউন্ড।
- দ্বিতীয় বিভাগ: সাড়ে ২২ পারা হেফজ
১ম-১০ম পুরস্কার: ২ হাজার পাউন্ড।
১১-২০তম পুরস্কার: ১.৫ হাজার পাউন্ড।
তৃতীয় বিভাগ: ১৫ পারা হেফজ
১ম-১৫তম পুরস্কার: ১.৫ হাজার পাউন্ড।
চতুর্থ বিভাগ: সাড়ে ৭ পারা হেফজ
১ম-১৫তম পুরস্কার: ১.৫ হাজার পাউন্ড।
প্রতিবন্ধী প্রতিযোগিতা
সম্পাদনাআয়োজনের এই ইভেন্টে প্রতিবন্ধীদের জন্য কুরআন প্রতিযোগিতা পুরস্কার বরাদ্দ রাখা হয়েছে ৬৫,৫০০ পাউন্ড।
- প্রথম বিভাগ: অর্থসহ সম্পূর্ণ কুরআন হেফজ
১ম পুরস্কার: ৪ হাজার পাউন্ড।
২য়-৮ম পুরস্কার: ৩ হাজার পাউন্ড।
৯ম-১৪তম পুরস্কার: ২.৫ হাজার পাউন্ড।
১৫তম-১৮তম পুরস্কার: ২ হাজার পাউন্ড।
১৯তম-২২তম পুরস্কার: ১.৫ হাজার পাউন্ড।
দ্বিতীয় বিভাগ: ১৫ পারা কুরআন হেফজ
১ম পুরস্কার: ২ হাজার পাউন্ড।
তৃতীয় বিভাগ: তিন পারা কুরআন হেফজ (২৮, ২৯ এবং ৩০ পারা)
১ম-৩য় পুরস্কার: ১.৫ হাজার পাউন্ড।
৪র্থ-৮ম পুরস্কার: ১ হাজার পাউন্ড।
আরও দেখুন
সম্পাদনা- আলজেরিয়া আন্তর্জাতিক কুরআন পুরস্কার
- ইন্দোনেশিয়া আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা
- ইরান আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতা
- খার্তুম আন্তর্জাতিক কুরআন পুরস্কার
- তিউনিস আন্তর্জাতিক কুরআন পুরস্কার
- তিজান আন-নূর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা
- দুবাই আন্তর্জাতিক পবিত্র কুরআন পুরস্কার
- পবিত্র কুরআনের জন্য ষষ্ঠ মুহাম্মদ পুরস্কার
- বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা
- মালয়েশিয়া আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা
- লিবিয়া আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ iqna.ir (২১ ডিসেম্বর ২০২১)। "Winners of Egypt's 28th Int'l Quran Contest Announced (+Photos)"। en (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩।
- ↑ "মিশরে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ফজলে রাব্বি"। বাংলাধারা (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-১৯। ২০২২-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩।
- ↑ iqna.ir (২০ ফেব্রুয়ারি ২০২২)। "মিশরে পঞ্চম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা 'পোর্ট সাইদ'-এর উদ্বোধন"। bd (bd ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩।
- ↑ "Thai Al-Quran Reciter participates in the 21st Universal Glorious Al-Quran Competition in Cairo"। กระทรวงการต่างประเทศ (থাই ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩।
- ↑ "London Central Mosque Trust Ltd. & The Islamic Cultural Centre"। iccuk.org। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩।