সাইপ্রাস বিজ্ঞান বিশ্ববিদ্যালয়
সাইপ্রাস বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (তুর্কি: Kıbrıs İlim Üniversitesi) ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ওযোক কোম্পানি বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করেছিলো। এটা তুরস্কের উচ্চ শিক্ষা কাউন্সিল দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয়। তবে আন্তর্জাতিক কোন এজেন্সির দ্বারা স্বীকৃত হয় নি।[১][২][৩] আলী ওযোক এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন।[৪]
সাইপ্রাস বিজ্ঞান বিশ্ববিদ্যালয় | |
স্থাপিত | ২০১৩ |
---|---|
রেক্টর | অধ্যাপক ডক্টর ফেরে গোকদোগান |
অবস্থান | কাইরেনিয়া , উত্তর সাইপ্রাস |
ওয়েবসাইট | www.csu.edu.tr |
অবস্থান
সম্পাদনাএকবিংশ শতকের দ্বিতীয় দশকে সাইপ্রাস বিজ্ঞান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কাজাফানি এলাকার কাইরেনিয়া শহরের নিকটে অবস্থিত। তবে নিকোসিয়ায় এর নতুন ক্যাম্পাস নির্মাণের পর বিশ্ববিদ্যালয়টি সেখানে স্থানান্তরিত হবে। নতুন ক্যাম্পাস নির্মাণাধীন রয়েছে।
অবকাঠামো
সম্পাদনাসাইপ্রাস বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবন, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, আবাসালয় ইত্যাদি রয়েছে।
অনুষদ
সম্পাদনাসাইপ্রাস বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ৫টি অনুষদের অধীনে ১১টি বিভাগ রয়েছে। তবে আরো নতুন নতুন বিভাগ চালু করা হচ্ছে এখানে। বিশ্ববিদ্যালয়টি বহু-অনুষদভিত্তিক গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত।
প্রকৌশল অনুষদ
- তড়িৎ এবং ইলেকট্রনিক প্রকৌশল (EN)
- মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EN)
- কম্পিউটার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (EN)
অর্থনৈতিক, প্রশাসনিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ
সম্পাদনা- ব্যবসা প্রশাসন (EN / TR)
- সিভিল এভিয়েশন ম্যানেজমেন্ট (EN)
- পর্যটন ও হোটেল ম্যানেজমেন্ট (EN)
আইন অনুষদ
সম্পাদনা- আইন (TR)
শিক্ষা, বিজ্ঞান অনুষদ
সম্পাদনা- মানসিক কাউন্সেলিং ও গাইডেন্স (TR)
- বিশেষ প্রয়োজনীয় শিক্ষা (TR)
স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ
সম্পাদনা- শারীরিক থেরাপি ও পুনর্বাসন (তুর্কি)
- নার্সিং (EN/TR)
ক্লাব এবং সংঘ
সম্পাদনা- থটস অফ আতাতুর্ক ক্লাব
- নৃত্য ও লোক নৃত্য ক্লাব
- ফটোগ্রাফি ও ফিল্ম ক্লাব
- স্বাস্থ্য ক্লাব
- সঙ্গীত ক্লাব
- ফাইন আর্টস ক্লাব
- কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ক্লাব
- নাটক এবং কথোপকথন ক্লাব
- প্রকৃতি ও পরিবেশ ক্লাব
- দাবা এবং ব্যাকগ্যামন ক্লাব
- ক্রিকেট, ফুটবল এবং বাস্কেটবল ক্লাব
- এভিয়েশন ক্লাব
- অনুসন্ধান এবং রেসকিউ ক্লাব
- আন্তর্জাতিক ছাত্র সমাজ
ভর্তি প্রক্রিয়া
সম্পাদনাসাইপ্রাস বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ছেলে ও মেয়ে উভয়েই ভর্তি হতে পারে। এখানে তুরস্কের বাইরে থেকেও শিক্ষার্থীরা এসে পড়ালেখা করতে পারেন। বিদেশী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।[৫]
মর্যাদাক্রম
সম্পাদনাসাইপ্রাস বিজ্ঞান বিশ্ববিদ্যালয় তুরস্কের বিশ্ববিদ্যালয়ের গুলোর মধ্যে ২৩তম র্যাংকে ও সারা বিশ্বে ১১৫১১তম র্যাংকে রয়েছে।[৬]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "CSU applying for accreditation with AHPGS"। ২ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৭।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৭।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Board of Trustees"। Cyprus Science University - The Correct Choice For Your Future (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৪।
- ↑ "Cyprus Science University"। Life Solutions Medics (ইংরেজি ভাষায়)। ২০১৬-১২-১৯। ২০১৮-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৪।
- ↑ "Cyprus Science University | Ranking & Review" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৪।