সলুয়া আদর্শ ডিগ্রী কলেজ

যশোর জেলার কলেজ

সলুয়া আদর্শ ডিগ্রী কলেজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের যশোর জেলার চৌগাছা মহা সড়কের সলুয়া বাজারের পূর্ব পাশ্বে অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকালীন সময় এটি সলুয়া আদর্শ কলেজ নামে পরিচিত ছিলো, যা ১৯৯৯ সাল থেকে বর্তমান সলুয়া আদর্শ ডিগ্রী কলেজ নামে পরিচিত হয়। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক বিষয়ে পাঠ দান করা হয়। বর্তমানে এখানে প্রায় ৩০০ শিক্ষার্থী রয়েছে। সলুয়া কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলমগীর কবির (প্রাক্তন অধ্যক্ষ) তার অক্লান্ত পরিশ্রমের ফল এবং এলাকাবাসীর আন্তরিকতার ফলে যশোর শিক্ষা বোর্ডে প্রতিষ্ঠার পর থেকে পর পর ৫ বার বোর্ডের মেধা তালিকার সেরা ১০ এ স্থান লাভ করে।

সলুয়া আদর্শ ডিগ্রী কলেজ
সলুয়া আদর্শ কলেজ
নীতিবাক্যজ্ঞানই শক্তি
ধরনকলেজ
স্থাপিত১৯৯৯
অধ্যক্ষমরহুম আলমগীর কবির (প্রতিষ্ঠাতা)
শিক্ষার্থীপ্রায় ৩০০
ঠিকানা
চৌগাছা যশোর মহাসড়কের পার্শ্বে যশোর
, , ,
শিক্ষাঙ্গনসলুয়া বাজার