সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়

সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি উচ্চ বিদ্যালয়। ১৮৭১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি বাংলাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি উচ্চ বিদ্যালয়।

সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়
অবস্থান
সরাইল উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা

,
সরাইল–৩৪৩০,

তথ্য
ধরনসরকারি মাধ্যমিক বিদ্যালয়
নীতিবাক্যজ্ঞানই শক্তি
প্রতিষ্ঠাকাল১৫ মার্চ ১৮৭১; ১৫৩ বছর আগে (1871-03-15)
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা
বিদ্যালয় জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
সেশনজানুয়ারি–ডিসেম্বর
বিদ্যালয় কোড১০৩৪৭০
ইআইআইএন১০৩৪৭০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রধান শিক্ষকজনাব দেবব্রত দাস (ভারপ্রাপ্ত)
অনুষদবিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা
শিক্ষকমণ্ডলী১১
শ্রেণি৬ষ্ঠ–১০ম
লিঙ্গবালক
বয়সসীমা১২-১৬
শিক্ষা ব্যবস্থাসরাসরি শিক্ষা প্রদান
ভাষাবাংলা
শিক্ষায়তন৩.৭৩ একর
ক্যাম্পাসের ধরনমফস্বল
রংসাদা এবং গাঢ় নীল   
ডাকনামঅন্নদা স্কুল,SAGHS
ওয়েবসাইটsaghs.edu.bd

ইতিহাস

সম্পাদনা

১৮৭১ সালে ‘সরাইল মাইনর ইংরেজি স্কুল’ নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন রায় বাহাদুর অন্নদা প্রাসাদ রায়। সময়ের পরিক্রমায় বিদ্যালয়টি তার নামানুসারে ‘সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়’ নামে নামাঙ্কিত হয়।[] পরবর্তীতে একই নামে ১৮৭৫ সালে ব্রাহ্মণবাড়িয়ায় আরেকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন অন্নদা প্রাসাদ রায়।

শ্রেণি, বিভাগ ও শাখা সমূহ

সম্পাদনা

বর্তমানে এ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৫টি ক্লাসে মোট ১২টি শাখা রয়েছে।[]

ইউনিফর্ম

সম্পাদনা
  • সাদা শার্ট  , গাঢ় নীল প্যান্ট   এবং সাদা কেডস্  

শিক্ষা কার্যক্রম

সম্পাদনা

বিদ্যালয়টিতে শুধুমাত্র ছেলেদের অধ্যয়নের সুযোগ থাকে। পূর্বে, ২০১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রতি বছর নভেম্বর বা ডিসেম্বর মাসে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হতো। ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের তথ্য ১ম ও ২য় মেধাতালিকায় এবং ১ম ও ২য় অপেক্ষমাণ তালিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হতো। ২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষে করোনা ভাইরাসের অতিমারির কারণে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়।

বিদ্যালয়ে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশের হার ১০০%।[]

খেলাধুলা ও সহপাঠ্যকর্ম

সম্পাদনা

শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যবহৃত হয়।

ল্যাবরেটরি

সম্পাদনা

বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, কম্পিউটার, কৃষি ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের গবেষণার জন্য রয়েছে ল্যাব। এসব ল্যাবে বহু মূল্যবান যন্ত্রপাতি রয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ে জ্ঞান লাভের জন্য এসব উপকরণ ব্যবহৃত হয়।

গ্রন্থাগার

সম্পাদনা

বিদ্যালয়টিতে রয়েছে বিশাল একটি গ্রন্থাগার। এতে রয়েছে বিভিন্ন ধরনের নামী-দামী কয়েক হাজার বই। শিক্ষার্থীরা এখানে স্বাচ্ছন্দ্যে বসে পড়তে পারে এবং তাদের পছন্দের বই নির্দিষ্ট সময়ের জন্য বাড়ি নিয়ে যেতে পারে।

বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড

সম্পাদনা

বছরজুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতির জনকের জন্মদিন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। বর্ষবরণ, বাসন্তী উৎসব ইত্যাদি নানা রকম অনুষ্ঠান ছাত্র-শিক্ষক সম্মিলিতভাবে পালন করে। এছাড়াও প্রতি বছরই আয়োজিত হয় শিক্ষা সফর।

এ বিদ্যালয়ে ০৩টি সংগঠন আছে।

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইতিহাস, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়"saghs.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৮ 
  2. "শিক্ষার্থী, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়"saghs.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৭ 
  3. "ফলাফল, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়"saghs.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৮