সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ

কলেজ

সরকারি বঙ্গবন্ধু কলেজ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার একটি সরকারি কলেজ। এই কলেজটি সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত।[১] কলেজটিতে আধুনিক সুযোগ সুবিধাসহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে। রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত হওয়ার ফলে কলেজটি উপজেলার অন্যতম সেরা কলেজের স্বীকৃতি পেয়েছে।[২]

সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৫০
অধ্যক্ষপ্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার
ঠিকানা
দক্ষিণে জেলা জজ কোর্ট, গোপালগঞ্জ সদর
, ,
শিক্ষাঙ্গনশহর
সংক্ষিপ্ত নামস.ব.ক.
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটwww.gbc.edu.bd

ইতিহাস সম্পাদনা

তৎকালীন জমিদার মথুরানাথ বসু কলেজটি প্রতিষ্ঠা করেন। এটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়ে ইন্টারমিডিয়েট কলেজ হিসেবে আই.এ. ও আই.কম. ক্লাস চালু করা হয়। প্রতিষ্ঠাকালীন নাম ছিল সীতানাথ মথুরানাথ কলেজ।[৩] পরবর্তীতে মুহাম্মদ আলী জিন্নাহ কলেজটির নামকরণ করেন কায়েদে আজম মেমোরিয়াল কলেজ। কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন বাবু পবিত্র কুমার দাস গুপ্ত। ১৯৫৮ সালে বি.এ., ১৯৯৬ সালে বি.কম. এবং ১৯৭০ সালে বি.এস.সি. ক্লাস চালু হয়। ১৯৭১ সালে স্বাধীনতার পরবর্তী কালে কলেজটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু মহাবিদ্যালয়। ১৯৭৪ সালে এপ্রিল কলেজটিকে সরকারিকরণ করা হয়। নামকরণ হয় সরকারি বঙ্গবন্ধু কলেজ।[৪]

প্রতিষ্ঠা সংক্ষিপ্ত বর্ণনা সম্পাদনা

কলেজটি গোপালগঞ্জ জেলা সদরে অবস্থিত। কলেজের পশ্চিমে মরা মধুমতি নদী, দক্ষিণে জেলা জজকোর্ট। এখানে একাদশ ও স্নাতকসহ ১৩টি বিষয়ে অনার্স, ১০টি বিষয়ে মাস্টার্স পাঠদান করা হয়। কলেজে দুইটি ছাত্র হোস্টেল ও তিনটি ছাত্রী হোস্টেল ভবনসহ মোট ১৩টি পাকা ভাবন রয়েছে। কলেজের আয়তন প্রায় ৫.৭০ একর।[৫]

অনুষদ সমূহ সম্পাদনা

  • বাংলা
  • ইংরেজি
  • ইতিহাস
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  • দর্শন
  • আরবি
  • ইসলামিক স্টাডিজ
  • সংস্কৃত
  • পালি
  • অর্থনীতি
  • রাষ্ট্রবিজ্ঞান
  • হিসাববিজ্ঞান
  • ব্যবস্থাপনা
  • মার্কেটিং
  • ফিন্যান্স এন্ড ব্যাংকিং।[৬]

অর্জন সম্পাদনা

এইচ.এস.সি পরীক্ষায় এ+, স্নাতক (পাস), স্নাতক সম্মান ও স্নাতকোত্তর শ্রেণীতে প্রথম শ্রেণীসহ পাসের হার উল্লেখযোগ্য।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. গোপালগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  2. "সরকারি বঙ্গবন্ধু কলেজ"। ১৪ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৯ 
  3. মথুরানাথ বোস গোপালগঞ্জের আলোর দূত রাইজিংবিডি.কম
  4. সরকারি বঙ্গবন্ধু কলেজ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ মে ২০১৯ তারিখে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  5. ২০১২ সালের স্নাতকোত্তর ১ম পর্ব প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনের তথ্য। দৈনিক প্রথম আলো
  6. ২০১২ সালের স্নাতকোত্তর ১ম পর্ব প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনের তথ্য দৈনিক প্রথম আলো

বহিঃসংযোগ সম্পাদনা