রূপসা সরকারি কলেজ, খুলনা
রূপসা সরকারি কলেজ, খুলনা বাংলাদেশের খুলনা বিভাগের একটি সরকারি কলেজ।[১][২] ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই কলেজ শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান।[৩] শহরের অদূরে জেলা প্রশাসকের বাংলোর নিকটেই এই কলেজটি অবস্থিত।[৩][৪] একটি একটি অনার্স কলেজ, এবং খুলনা অঞ্চলে ফলাফলের দিক থেকে এই কলেজের সুনাম রয়েছে।[৫]
প্রাক্তন নাম | সরকারি বঙ্গবন্ধু কলেজ, খুলনা |
---|---|
ধরন | সরকারি কলেজ |
স্থাপিত | ১৯৭২ |
অধ্যক্ষ | সরদার ফেরদৌস আহম্মেদ |
ঠিকানা | রূপসা , , |
শিক্ষাঙ্গন | শহর |
সংক্ষিপ্ত নাম | বঙ্গবন্ধু কলেজ খুলনা |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | www.bangabandhucollege.edu.bd |
ইতিহাস
সম্পাদনাএই কলেজ প্রতিষ্ঠার পিছনে প্রধান অবদান রেখেছেন অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদের চাচা শহীদ সরদার আব্দুর রাজ্জাক। এবং এই কলেজের উন্নয়নের পিছনে সরদার ফেরদৌস অধ্যক্ষের বিশেষ অবদান রয়েছে,
২০২৫ সালের ২৮ মে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ পরিবারের নাম বাদ দিয়ে নতুন নামকরণ করে।[৬][৭]
বর্ণনা
সম্পাদনাএই কলেজের সামনে একটি দৃষ্টিনন্দিত পারাপার নামে পার্ক রয়েছে, এবং পার্কের মধ্যে একটি সুন্দরতম মসজিদ রয়েছে, এই মসজিদের নাম মসজিদে সৌহার্দ্য। এই মসজিদের গায়ে একটি অমূল্য বানী লেখা আছে,
“ | আমি কিছুই সাথে নিয়ে আসিনি, এখানে এসে যা অর্জন করেছি তাই ব্যয় করে গেলাম এতে আমার কোন কৃতিত্ব নেই।
অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ |
” |
এছাড়াও রয়েছে ‘‘শুভ্র সমুজ্জ্বল’’ নামে প্রধান ফটক। প্রধান ফটকের নিকটে ‘‘রক্ত দিয়ে লেখা’’ নামে একটি শহীদ মিনার, এবং মায়ের ডাক নামক শেখ মুজিবুর রহমানের একটি সুন্দর ভাস্কর্য।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, নিজস্ব। "বঙ্গবন্ধু কলেজের চমক"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৫।
- ↑ "Govt. Bangabandhu College - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৫।
- ↑ ক খ "সরকারী বঙ্গবন্ধু কলেজ বেলফুলিয়া রূপসা খুলনা"। Amar Praner Bangladesh.। ২০১৯-০৪-০৭। ২০২১-১১-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৫।
- ↑ "সরকারি-বঙ্গবন্ধু-কলেজ,-রূপসা-,-খুলনা-এর-এডহক-ভিত্তিতে-নিয়মিত-করণের-আদেশ।-"। www.shed.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৫।
- ↑ "যশোর বোর্ডে খুলনা শীর্ষে থাকলেও কমেছে জিপিএ ৫ ও পাসের হার"। Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৫।
- ↑ "শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নাম পরিবর্তন"। shed.portal.gov.bd। শিক্ষা মন্ত্রনালয়। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫।
- ↑ "৬৮ কলেজের নাম পরিবর্তন"। প্রথম আলো। ২৮ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫।