সরকারি জোবেদা-রুবেয়া মহিলা কলেজ

বাংলাদেশের একটি সরকারি কলেজ

সরকারি জোবেদা-রুবেয়া মহিলা কলেজ বাংলাদেশের টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার অন্তর্গত একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। ২০০৯ সালে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ডিগ্রি ও কিছু স্নাতক পর্যায়ের সার্টিফিকেট প্রদান করে।[] ২০১৮ সালের ০৮ আগষ্ট কলেজটি সরকারিকরণ করা হয়।

সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজ
ধরনসরকারি কলেজ
স্থাপিত৯ মে ২০০৯; ১৫ বছর আগে (2009-05-09)
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ইআইআইএন১৩৪৩৪৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অবস্থান,
বাংলাদেশ
শিক্ষাঙ্গন১.৭২ একর
ভাষাবাংলা
ওয়েবসাইটwww.bjrmcollege.edu.bd

ইতিহাস

সম্পাদনা

কলেজটি ২০০৯ সালে উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়, ২০১০ সালে বি.এ(পাস) কোর্স খোলা হয়। ২৯ জুন ২০১০ (2010-06-29) তারিখে কলেজটিকে প্রথম এমপিওভুক্ত করা হয়।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)"www.banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪ 
  2. "বাসাইল উপজেলার প্রতিষ্ঠান"basail.tangail.gov.bd। ২০১৯-০৩-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৪ 
  3. "সরকারি কলেজের তালিকা"www.banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪