সরকারি কেশবপুর কলেজ

বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার কেশবপুর উপজেলা এর একটি স্নাতক শিক্ষাপ্রতিষ্ঠান

সরকারি কেশবপুর কলেজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের যশোর জেলার কেশবপুর উপজেলা শহরের মধু গেট এলাকায় অবস্থিত একটি স্নাতক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকালীন সময় এটি কেশবপুর কলেজ নামে পরিচিত ছিলো, যা ২০১৮ সালে থেকে বর্তমানে সরকারি কেশবপুর কলেজ নামে পরিচিত হয়। বর্তমানে কলেজটি উচ্চ মাধ্যমিক, স্নাতক,এবং সম্মান শ্রেণীতে বিভিন্ন বিষয়ে পাঠ দান করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৫ হাজার শিক্ষার্থী রয়েছে।[১][২]

সরকারি কেশবপুর কলেজ
নীতিবাক্যপড়ে তোমার প্রভুর নামে
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৬৮; ৫৫ বছর আগে (1968)
অধ্যক্ষপ্রফেসর মোঃ এ টি এম বদরুজ্জামান(অধ্যক্ষ)
শিক্ষার্থীপ্রায় ৫ হাজার
ঠিকানা
মধু গেট, যশোর-সাতক্ষীরা রোড ,কেশবপুর
, , ,
২৩°০৯′৩৮″ উত্তর ৮৯°১২′০৭″ পূর্ব / ২৩.১৬০৪৮৪° উত্তর ৮৯.২০২০৫৭° পূর্ব / 23.160484; 89.202057
শিক্ষাঙ্গনশহর
ওয়েবসাইটwww.kgdc.edu.bd
মানচিত্র

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৩ 
  2. "Keshabpur Govt. Degree College"keshabpurgovtdegreecollege.jessoreboard.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৩