বখতে নসর

ব্যাবিলনের সম্রাট
(সম্রাট দ্বিতীয় নেবুচাদনেজার থেকে পুনর্নির্দেশিত)

বখতে নসর বা দ্বিতীয় নেবুচাদনেজার (ব্যাবিলনীয় কিউনিফর্ম: ; আরামীয়: ܢܵܒܘܼ ܟܘܼܕܘܼܪܝܼ ܐܘܼܨܘܼܪ ‎; হিব্রু ভাষায়: נְבוּכַדְנֶצַּרNəḇūḵaḏneṣṣar; প্রাচীন গ্রীক: Ναβουχοδονόσωρ Naboukhodonósôr; লাতিন: Nabuchodonosor; আরবি: نِبُوخَذنِصَّر nibūḫaḏniṣṣar; আনু. ৬৪২ – আনু. ৫৬২ খ্রিস্টপূর্ব) ছিলেন নব্য-ব্যবিলনীয় সম্রাট যিনি ব্যাবিলনের শূন্য উদ্যানের স্রষ্টা। প্রাচীন জেরুসালেমের পবিত্র মন্দির তিনি ধ্বংস করেন। বাইবেলের দানিয়েলের পুস্তকে তার বর্ণনা পাওয়া যায়। বিলুপ্তপ্রাপ্ত আক্কাদীয় ভাষায় তার নাম Nabû-kudurri-uṣur যার অর্থ “হে প্রভু নেবু, আমার পুত্রকে রক্ষা করো।” তিনি বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেন এবং বনি ইসরাইলদের সেখান থেকে বিতাড়িত করেন। অনেক বনি ইসরাইলদের দাসে পরিনত করেন।

সম্রাট দ্বিতীয় নেবুচাদনেজার
ব্যাবিলনের রাজা
আই স্টোনের উপর খচিত নেবুচাদ নেজারের প্রতিকৃতি[]
রাজত্বআনু. ৬০৫ – আনু. ৫৬২ খ্রিস্টপূর্ব
পূর্বসূরিনাবোপলাজ্জার
উত্তরসূরিআমেল-মারদুক
জন্মআনু. ৬৪২ খ্রিস্টপূর্ব
মৃত্যুআনু. ৫৬২ খ্রিস্টপূর্ব (বয়স ৮০)
পিতানাবোপলাজ্জার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Anton Nyström, Allmän kulturhistoria eller det mänskliga lifvet i dess utveckling, bd 2 (1901)