আক্কাদীয় ভাষা

বিলুপ্ত সেমিটীয় ভাষা

আক্কাদীয় ভাষা (/əˈkdiən/; Akkadian: 𒀝𒅗𒁺𒌑 akkadû)[][] একটি প্রাচীন সেমিটীয় ভাষা যা বর্তমানে বিলুপ্ত। এটি মেসোপটেমিয়াতে ২৩০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৫০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রচলিত ছিল। আসিরীয় ও ব্যাবিলনীয় ভাষাগুলি আক্কাদীয় ভাষার দুইটি প্রধান উপভাষা। আক্কাদীয় ভাষার আগে অঞ্চলটিতে সুমেরীয় ভাষা প্রচলিত ছিল। খ্রিস্টপূর্ব ১ম সহস্রাব্দের শুরুর দিকেই অঞ্চলটিতে ব্যাবিলনীয় উপভাষাটি সার্বজনীন ভাষা হিসেবে ব্যবহৃত হওয়া শুরু হয়। কিন্তু কয়েক শতকের মধ্যেই আরামীয় ভাষা এটিকে প্রতিস্থাপিত করে। তবে খ্রিস্টীয় ১ম শতক পর্যন্তও অধ্যয়নের ভাষা হিসেবে ব্যাবিলনীয় ভাষার চল ছিল। আক্কাদীয় ভাষাটি একটি কিউনিফর্প লিপিতে লেখা হত। ১৯শ শতকে এসে লিপিটির পাঠোদ্ধার করা হয়।

আক্কাদীয়
lišānum akkadītum
দেশোদ্ভবআসিরিয়া এবং ব্যাবিলনিয়া
অঞ্চলমেসোপটেমিয়া
বিলুপ্ত১০০ খ্রিস্টাব্দ
সুমেরীয়-আক্কাদীয় কিউনিফর্ম
সরকারি অবস্থা
সরকারি ভাষা
প্রাথমিকভাবে আক্কাদ (কেন্দ্রীয় মেসোপটেমিয়া), তাম্র যুগের শেষ পর্যায়ে এবং লৌহ যুগের শুরুতে মধ্যপ্রাচ্য ও মিশরের সার্বজনীন ভাষা
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-২akk
আইএসও ৬৩৯-৩akk

প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার গুরুত্বপূর্ণ শহর আক্কাদের নামে ভাষাটির নামকরণ করা হয়েছে। এটি প্রাচীনতম নথিভুক্ত সেমিটীয় ভাষা[]


তথ্যসূত্র

সম্পাদনা
  1. Black, Jeremy A.; George, Andrew; Postgate, J. N. (২০০০-০১-০১)। A Concise Dictionary of Akkadian। Otto Harrassowitz Verlag। পৃষ্ঠা 10। আইএসবিএন 9783447042642। ২০২১-০৫-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৫ 
  2. John Huehnergard & Christopher Woods, "Akkadian and Eblaite", The Cambridge Encyclopedia of the World's Ancient Languages. Ed. Roger D. Woodard (2004, Cambridge) Pages 218–280
  3. John Huehnergard and Christopher Woods, "Akkadian and Eblaite", in Roger D. Woodard, ed., The Ancient Languages of Mesopotamia, Egypt and Aksum, Cambridge University Press, 2008, p.83