সন অব দ্য পিঙ্ক প্যান্থার

ব্লেক এডওয়ার্ডস পরিচালিত ১৯৯৩ সালের চলচ্চিত্র

সন অব দ্য পিঙ্ক প্যান্থার (ইংরেজি: Son of the Pink Panther, অনুবাদ'পিঙ্ক প্যান্থারের পুত্র') ব্লেক এডওয়ার্ডস পরিচালিত ১৯৯৩ সালের ইতালীয় মার্কিন হাস্যরসাত্মক চলচ্চিত্র। এতে রবের্তো বেনিইনি ইনস্পেক্টর জাক ক্লুজোর অবৈধ সন্তান হিসেবে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। এতে প্যান্থার চলচ্চিত্রের নিয়মিত অভিনয়শিল্পীদল হের্বের্ত লোম, বার্ট কোউকগ্রাহাম স্টার্ক এবং ১৯৬৩ সালের মূল চলচ্চিত্রের তারকা ক্লাউদিয়া কার্দিনালেও অভিনয় করেন। এটি দ্য পিঙ্ক প্যান্থার চলচ্চিত্র ধারাবাহিকের নবম এবং সর্বশেষ চলচ্চিত্র। এছাড়া এটি পরিচালক ব্লেক এডওয়ার্ডস ও সুরকার হেনরি মানচিনির সর্বশেষ চলচ্চিত্র। ১৯৯৪ সালে মানচিনি মারা যান এবং এডওয়ার্ডস এক বছর পর চলচ্চিত্র নির্মাণ থেকে অবসরে যান। এর ১৩ বছর পর ২০০৬ স্টিভ মার্টিন অভিনীত দ্য পিঙ্ক প্যান্থার শিরোনামে এই ধারাবাহিকের রিবুট নির্মাণের পূর্ব পর্যন্ত আর কোন পিঙ্ক প্যান্থার চলচ্চিত্র নির্মিত হয়নি।

সন অব দ্য পিঙ্ক প্যান্থার
মুক্তির পোস্টার
Son of the Pink Panther
পরিচালকব্লেক এডওয়ার্ডস
প্রযোজকটনি অ্যাডামস
চিত্রনাট্যকারব্লেক এডওয়ার্ডস
ম্যাডেলিন সানশাইন
স্টিভ সানশাইন
কাহিনিকারব্লেক এডওয়ার্ডস
শ্রেষ্ঠাংশে
সুরকারহেনরি মানচিনি
চিত্রগ্রাহকডিক বুশ
সম্পাদকরবার্ট পার্গামেন্ট
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকএমজিএম/ইউএ এন্টারটেইনমেন্ট কোম্পানি
মুক্তি
  • ২৭ আগস্ট ১৯৯৩ (1993-08-27)
স্থিতিকাল৯৩ মিনিট
দেশইতালি
মার্কিন যুক্তরাজ্য
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$২৮ মিলিয়ন[১]
আয়$২০ মিলিয়ন

অভিনয়শিল্পীদল সম্পাদনা

  • রবের্তো বেনিইনি - গেন্দার্মে জাক গামব্রেল্লি
  • হের্বের্ত লোম - চিফ ইনস্পেক্টর চার্লস ড্রাইফাস
  • ক্লাউদিয়া কার্দিনালে - মারিয়া
  • দেব্রা ফারেন্তিনো - প্রিন্সেস ইয়াসমিন
  • জেনিফার এডওয়ার্ডস - ইয়ুসা
  • রবার্ট ড্যাভি - হান্স জারবা
  • মার্ক স্নাইডার - আর্নন
  • বার্ট কোউক - ক্যাটো ফং
  • মাইক স্টার - হানিফ
  • কেনি স্প্যাল্ডিং - গার্থ
  • অ্যান্টন রজার্স - চিফ লাজার
  • গ্রাহাম স্টার্ক - প্রফেসর ওগ্যুস্ত বল
  • অলিভার কটন - রাজা হারোক
  • শাবানা আজমি - রানী
  • আহারোন ইপালে - জেনারেল জাফর
  • ডারমন্ট ক্রাউলি - সার্জেন্ট ডুভল
  • লিজ স্মিথ - মার্থা বলস

বক্স অফিস সম্পাদনা

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির পর এটি মাত্র $২.৪ মিলিয়ন আয় করে।[২] অন্যদিকে, চলচ্চিত্রটি ইতালিতে ব্যবসাসফল হয়। এটি ইতালিতে $১৮ মিলিয়ন আয় করে সর্বোচ্চ আয়কারী ইতালীয় ব্লকবাস্টারে পরিণত হয়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. সেগালফ, ন্যাট (২০১৩)। Final Cuts: The Last Films of 50 Great Directors। বিয়ার ম্যানর মিডিয়া। পৃষ্ঠা ৯৩-৯৪।
  2. "Son of the Pink Panther"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১ 
  3. গ্রোভস, ডন (নভেম্বর ১৪, ১৯৯৪)। "'Lion King' conquers French B.O."। ভ্যারাইটি। পৃষ্ঠা ১৪। 

বহিঃসংযোগ সম্পাদনা